Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Lionel Messi: ‘সবকিছুতেই চ্যাম্পিয়ন থাকা অবস্থায় অবসর নিতে চাই!’ বড় ইঙ্গিত দিলেন লিওনেল মেসি

ফুটবলার হিসেবে লিওনেল মেসি যে কতটা সফল, তার নিঃসন্দেহে কাউকে বলে দিতে হয় না। আন্তর্জাতিক এবং ক্লাব মিলিয়ে ফুটবলের সমস্ত শিরোপা জয়ের স্বাদ গ্রহণ করা হয়ে গেছে আর্জেন্টিনার এই তারকার।…

Avatar

ফুটবলার হিসেবে লিওনেল মেসি যে কতটা সফল, তার নিঃসন্দেহে কাউকে বলে দিতে হয় না। আন্তর্জাতিক এবং ক্লাব মিলিয়ে ফুটবলের সমস্ত শিরোপা জয়ের স্বাদ গ্রহণ করা হয়ে গেছে আর্জেন্টিনার এই তারকার। বয়স দাঁড়িয়েছে ৩৯ কোঠায়, তবুও যেন দুই পা থামতে চায় না তার। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর সবাই ভেবেছিলেন, এবার বুঝি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করবেন লিওনেল মেসি। তবে সবার সেই ধারণা মিথ্যে প্রমাণ করে ক্লাব ফুটবলের পাশাপাশি দেশের জার্সিতে আন্তর্জাতিক ফুটবল প্রাঙ্গণ কাপিয়ে বেড়াচ্ছেন তিনি।

আমরা আপনাদের জানিয়ে রাখি, সবেমাত্র পিএসজি ছেড়ে তিনি যোগ দিয়েছেন মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে। সেখানেও দলকে নিজের করে নিয়েছেন ফুটবলের এই জাদুকর। প্রসঙ্গত, বর্তমানে দেশের হয়ে আন্তর্জাতিক আন্তর্জাতিক ম্যাচ খেলার উদ্দেশ্যে চীন ভ্রমণে ব্যস্ত রয়েছেন তিনি। সেখানে ইতিমধ্যে অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়াকে ২-০ ব্যবধানে মেসির নেতৃত্বে পরাজিত করেছে আর্জেন্টিনা। এই সফরে নিজের ক্যারিয়ারের সর্বাধিক দ্রুত গোলটিও (৭৯ সেকেন্ড) করা হয়ে গেছে বিশ্ব বিখ্যাত এই ফুটবলারের। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৪৭টি শিরোপা উঠিয়েছেন লিওনেল মেসি।
Lionel Messi: 'সবকিছুতেই চ্যাম্পিয়ন থাকা অবস্থায় অবসর নিতে চাই!' বড় ইঙ্গিত দিলেন লিওনেল মেসি

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে এবার হয়তো ফুটবলের প্রাঙ্গণ থেকে পদচারণা বন্ধ হতে পারে লিওনেল মেসির। আজ্ঞে হ্যাঁ, এমনটাই পূর্বাভাস দিয়েছেন ফুটবলের এই জাদুকর। এদিন সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে লিওনেল মেসি বলেন,’সমস্ত ধরনের ফুটবলের চ্যাম্পিয়ন থাকা অবস্থায় অবসর নিতে চাই। একজন ফুটবলারকে শুধুমাত্র শিরোপা জয়ের পরিপ্রেক্ষিতে বিচার করা উচিত নয়। তার গোটা ক্যারিয়ারটিকে পর্যবেক্ষণ করা উচিত। তবে একজন ফুটবলারের ত্যাগ এবং কঠোর পরিশ্রম উপলব্ধি করা সম্ভব হবে।’

লিওনেল মেসির এমন মন্তব্যের পর স্বাভাবিকভাবেই বিভিন্ন মাধ্যমে প্রশ্ন উঠেছে, তবে কি খুব শীঘ্রই ফুটবলকে বিদায় জানাবেন তিনি? আমরা আপনাদের জানিয়ে রাখি, বিগত বছর দেশের হয়ে বিশ্বকাপ জয়ের সাথে সাথে ক্লাবের হয়ে ইউরো কাপও জয় করেছেন লিওনেল মেসি। পাশাপাশি তার ব্যক্তিগত সংগ্রহে রয়েছে ৭টি ব্যালন ডি’অর জেতার গৌরব।

About Author