শোনা যায়, একটা সময় নিজের বাবার উপর ১২ কোটি টাকার কেস করেন আমিশা। তার দাবি এই যে তার বাবা উপার্জনের ১২ কোটি টাকা নয় ছয় করেন। সেইসময় বলিউড থেকে বিরতি নেন আমিশা। এখানেই শেষ নয়, গত দুদিন আগেও আমিশা আবারও কোর্টের মুখোমুখি হন। জালিয়াতি এবং চেক বাউন্সের মামলায় (২০১৮) আমিশা প্যাটেল ও তাঁর বিজনেস পার্টনার কুণালের বিরুদ্ধে মামলা করে এক প্রযোজক। পরবর্তীতে প্রায় ৩ কোটি টাকার চেক বাউন্স হয়, এরপরই পুলিশের দ্বারস্থ হন প্রযোজক। যদিও, এই মামলা থেকে রেহাই পেয়েছেন আমিশা। এখন অপেক্ষা ‘গদর ২’ রিলিজের।
বুড়ো বয়সে বিকিনি, লজ্জার মাথা খেয়ে এমন পোজ দিলেন অভিনেত্রী Ameesha Patel
বিগত বেশ কিছু দিন ধরে তুমুল চর্চায় আছেন ‘কহো না প্যায়ার হ্যায়’ খ্যাত নায়িকা আমিশা প্যাটেল। কেরিয়ার হৃত্বিক রোশনের হাত ধরে শুরু করলেও খুব তাড়াতাড়ি সিনে ইন্ডাস্ট্রি থেকে বিদায় নেন…

আরও পড়ুন