Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিয়েতে ছেলের সঙ্গে কোমর দুলিয়ে নাচলেন সানি দেওল, দেখুন নাচের ভিডিও

ছেলের বিয়ে বলে কথা, বাবা তো নাচবেই। ঘরে যদি লক্ষ্মী আসে তাহলে আনন্দ সবসময় দ্বিগুণ হয়। সেরকমই 'গদর' এর তারা সিং ওরফে সানি দেওলের (Sunny Deol) ঘর আলো করে এলো…

Avatar

ছেলের বিয়ে বলে কথা, বাবা তো নাচবেই। ঘরে যদি লক্ষ্মী আসে তাহলে আনন্দ সবসময় দ্বিগুণ হয়। সেরকমই ‘গদর’ এর তারা সিং ওরফে সানি দেওলের (Sunny Deol) ঘর আলো করে এলো বাঙালি কন্যা দৃশা আচার্য। সানি পুত্র করণের সঙ্গে গত ১৮ ই জুন গাঁটছড়া (Karan Deol Wedding) বাঁধেন বিমল রায়ের প্রপৌত্রী দ্রিশা আচার্য, ষিনি সম্পর্কে বাঙালি পরিচালক।

একে গতকাল ছিল পিতৃ দিবস, আর সেই দিনই সাত পাকে বাঁধা পড়েন সানি পুত্র করণ। বিয়ের দিনে বাবা ছেলেকে নাচতে দেখা যায় স্টেজে। ভিডিওটি ভাইরাল হয় রীতিমত। সোনু নিগমকে স্টেজে গাইতে দেখা যায়, পাশাপাশি বাবা ছেলে দুজনেই কোমর ধরে বিয়ের আনন্দ উপভোগ করে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভিডিওতে দেখা যাচ্ছে সানি ও করণ দুজনের পরনেই কালো পোশাক। আলোয় ঝলমল স্টেজে সানি ও করণ দুজনকেই বেশ হাসিখুশি দেখাচ্ছিল। ভিডিওটি যথেষ্ট পরিমাণে ভাইরাল হয়েছে কারণ, দর্শকদের কমেন্ট অনুযায়ী এই বিয়ে একেবারেই ধামাকাদার নয়, গানটি খুবই সাধারণ ও সানি করণের নাচ খুবই মলিন। সানি ও করণের নাচের ভিডিওটি ভাইরাল ভবানি পোস্ট করেছে এবং এতে একটি মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। কেউ জানতে চেয়েছেন সানি দেওল এর স্ত্রী কোথায়? কেউ বলেছেন সাকিনা কোথায়? তো কেউ বলেছেন ছেলে বাবাকে খুবই রেসপেক্ট করে ইত্যাদি ইত্যাদি।

উল্লেখ্য, সানি দেওল বলিউডের সঙ্গে জড়িত থাকলেও তাঁর ছেলেকে কখনোই ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখা যায় নি। এমনকি সানি নিজেও বহুদিন ধরে বড় পর্দা থেকে দূরে ছিলেন। যদিও কিছুদিনের মধ্যে ‘গদর’ এর দ্বিতীয় পার্ট নিয়ে লাইম লাইটে ফিরতে চলেছেন তিনি।

About Author