Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

২.৫ লাখের Royal Enfield Classic 350 বাড়ি নিয়ে যান মাত্র ৬০,০০০ টাকায়, এত সস্তা আর পাবেন না কোনোদিন

বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনে দিয়েছে। বাইক কিনতে যাওয়ার আগে তাই অনেকেই দ্বন্দ্বে পড়েন কোন বাইক কিনবেন বা কোন বাইক বেশি ভালো হবে। অনেক বাইক…

Avatar

বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনে দিয়েছে। বাইক কিনতে যাওয়ার আগে তাই অনেকেই দ্বন্দ্বে পড়েন কোন বাইক কিনবেন বা কোন বাইক বেশি ভালো হবে। অনেক বাইক বাজারে আসে এবং জনপ্রিয়তা পেয়ে যায়। কিন্তু যেই বাইকটি দীর্ঘদিন ধরে বিভিন্ন বয়সের মানুষের কাছে জনপ্রিয় তা হল Royal Enfield Classic 350। এই বাইকটি পছন্দ সকলের। আপনি যদি এই বাইকটি কিনতে চান এবং আপনার কাছে বাজেট কম থাকে, তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য।

ইয়ংস্টারদের প্রথম চয়েজ এই ক্লাসিক ৩৫০। আসলে বাইকটির পারফরমেন্স ও স্টাইল দুই অনবদ্য। রয়েল এনফিলড ক্লাসিক ৩৫০ বাইকে ৩৪৯cc সিঙ্গেল-সিলিন্ডার DOHC ইঞ্জিন দ্বারা চালিত, যা ৬১০০ rpm-এ ২০.২ bhp শক্তি এবং ৪০০০ rpm-এ ২৭ Nm পিক টর্ক জেনারেট করে৷ এই বাইকের এক্স-শোরুম মূল্য ১.৯০ লক্ষ টাকা থেকে ২.২১ লক্ষ টাকা পর্যন্ত। কিন্তু আপনি মাত্র ৬০ হাজার টাকা দিয়ে এই বুলেটটি বাড়ি নিয়ে যেতে পারবেন। কিন্তু কি করে?

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আসলে এই বাইকের একটি সেকেন্ড হ্যান্ড বাইক Olx ওয়েবসাইটে নথিভুক্ত আছে। যেই ব্যাক্তি এই গাড়িটিকে তালিকাভুক্ত করেছেন তিনি এই গাড়িটির দাম রেখেছেন মাত্র ৬০,০০০ টাকা। এই বাইকটি ২০১২ সালের। আপনি যদি এই গাড়িটি কিনতে চান তবে সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলতে পারেন। এছাড়া, দ্বিতীয় যেই রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ বাইকটির কথা বলব সেটি তালিকাভুক্ত করা হয়েছে জনপ্রিয় ওয়েবসাইট OLX এ। এই বাইকটি ২০১৩ সালের এবং বাইকটি রেজিস্ট্রেশন রয়েছে দিল্লিতে। বিক্রেতা এই গাড়িটিরও দাম রেখেছেন মাত্র ৬০,০০০ টাকা।

About Author