Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

VIRAL: বাড়ির টয়লেটে ৬ ফুটের লম্বা অজগর সাপ দেখতে পেলেন এক ব্যক্তি, তারপর যা হল…

আধুনিক ডিজিটাল জীবনে আট থেকে আশি এখন সকলের কাছেই স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবা থাকে। ইন্টারনেট জগত এখন বিশ্বের এক প্রান্তে বসে থাকার কোন মানুষের সাথে অন্য প্রান্তের যোগাযোগ মুহূর্তের মধ্যে…

Avatar

আধুনিক ডিজিটাল জীবনে আট থেকে আশি এখন সকলের কাছেই স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবা থাকে। ইন্টারনেট জগত এখন বিশ্বের এক প্রান্তে বসে থাকার কোন মানুষের সাথে অন্য প্রান্তের যোগাযোগ মুহূর্তের মধ্যে করিয়ে দিতে পারে। ইন্টারনেট দুনিয়াতে মাঝে মাঝে এমন কিছু দেখা যায় যা দেখে চক্ষু চড়কগাছ হতে বাধ্য হয় সাধারণ মানুষের। বিশেষ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে রকমারি ভিডিও ভাইরাল হয়। মাঝে মাঝে এই ভাইরাল ভিডিওর তালিকায় জায়গা করে নেয় বিভিন্ন মানুষের প্রতিভার ভিডিও।মাঝে মাঝে এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন পশুপাখির ভিডিও। পোষ্যদের অবাক করা কীর্তি মন জয় করে নেয় নেট নাগরিকদের। তবে মাঝে মাঝে এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন সাপের ভিডিও। শুনে অবাক লাগলেও, সাপের জীবন যাপন এবং সাপ ধরার প্রক্রিয়া সমন্ধে জানার খুব ইচ্ছা তাকে নেটিজেনদের। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি এই সাপেদের মধ্যে অজগর অত্যন্ত ভয়ানক। এই সাপ গিলে নিতে পারে আস্ত মানুষকেও। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছিল অজগর সাপ গিলে খাচ্ছে একটি বিশাল কুমিরকে। সম্প্রতি আবার ভাইরাল হয়েছে একটি বিশাল অজগরের ভিডিও।প্রত্যেকেই নিজের ঘরকে সবচেয়ে নিরাপদ জায়গা বলে মনে করে। তবে এবার ব্যতিক্রম হল অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে। এক ব্যক্তির সাথে এমন কিছু হয়েছে যা দেখে চক্ষু চড়কগাছ হবে আপনার। জানা গিয়েছে যে ওই ব্যক্তি তাঁর বাড়ির শৌচাগারে ছিলেন। হঠাৎ করেই তিনি শাওয়ারের ওপর একটি বিশাল অজগর সাপ দেখতে পান। কি ঠিক করা উচিত প্রথমে বুঝতে পারেননি তিনি। এরপর আতঙ্কিত লোকটি অবিলম্বে হাডসন স্নেক ক্যাচিং নামক এক স্থানীয় স্নেক ক্যাচারদের ফোন করেন। হাডসন স্নেক ক্যাচিং একটি ফেসবুক পোস্টে লিখেছেন, “কার্পেট পাইথন আজ বাথরুমে একজন ক্লায়েন্টকে ভয় দেখিয়েছিল। অক্সেনফোর্ডের একটি বাড়ি থেকে এই লোকটিকে সরিয়ে নেওয়ার জন্য অ্যান্টনি জ্যাকসনকে ধন্যবাদ।”
About Author