Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Lionel Messi: মাত্র ৭৯ সেকেন্ডে গোল! ক্যারিয়ারের দ্রুততম গোল করলেন লিওনেল মেসি

যত বয়স বাড়ছে ততই বাড়ছে ক্ষিপ্রতা। এ যেন এক অন্য গ্রহের ফুটবলার লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবলে নিজের ক্যারিয়ারের সর্বাপেক্ষা দ্রুততম গোল করে এদিন ফুটবলপ্রেমীদের অবাক করে দিলেন তিনি। কাতার বিশ্বকাপ…

Avatar

যত বয়স বাড়ছে ততই বাড়ছে ক্ষিপ্রতা। এ যেন এক অন্য গ্রহের ফুটবলার লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবলে নিজের ক্যারিয়ারের সর্বাপেক্ষা দ্রুততম গোল করে এদিন ফুটবলপ্রেমীদের অবাক করে দিলেন তিনি। কাতার বিশ্বকাপ জয়ের পর থেকে আলাদা ছন্দে রয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এখনও পর্যন্ত মেসিরা সর্বমোট তিনটি দলের বিপক্ষে মাঠে নেমেছে। যেখানে ১১ গোল করার পাশাপাশি একটিও গোল হজম করেনি সদ্য চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আমরা আপনাদের জানিয়ে রাখি, শুধুমাত্র আর্জেন্টিনাতে নয়, পুরো পৃথিবী জুড়ে লিওনেল মেসির ভক্ত রয়েছে অগণিত। সম্প্রতি চায়না সফরে এসেছেন বাঁ-পায়ের জাদুকর। সেখানে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে গতকাল লিওনেল মেসি মাঠে নামেন তার তরুণ দল নিয়ে। চীনের মাটিতে প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে একপ্রকার উড়িয়ে দিয়ে হাসতে হাসতে ম্যাচ জিতে নেয় আর্জেন্টিনা। আর উক্ত ম্যাচে অস্ট্রেলিয়াকে পরাজিত করতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন লিওনেল মেসি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আমরা আপনাদের জানিয়ে রাখি, বিশ্ব বিখ্যাত এই ফুটবলার অগণিত গোল করলেও গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের ক্যারিয়ারের সর্বাপেক্ষা দ্রুততম গোলটি করেছেন তিনি। ম্যাচ শুরু হওয়ার পর মাত্র ৭৯ সেকেন্ডে একাধিক প্লেয়ারকে বিট করে গোল করেন লিওনেল মেসি। ফলে ম্যাচ শুরু হওয়ার ২ মিনিটের মধ্যে ১-০ ব্যবধানে ম্যাচে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর ম্যাচের দ্বিতীয় গোলটি করেন হার্মান পেজ্জেয়া। ফলে হাজার হাজার সমর্থককে সাক্ষী রেখে ২-০ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে চীনের মাটিতে অনন্য রেকর্ড গড়লো লিওনেল মেসির আর্জেন্টিনা।

About Author