Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সৌরভের রাজনীতিতে আসা নিয়ে পর্দা ফাঁস হল, উঠে এলো চাঞ্চল্যকার তথ্য!

সিএবি এর পর বিসিসিআইয়ের সভাপতির দৌড়ে সামিল হন দাদা। সোমবার দুপুরে বিসিসিআইয়ের দপ্তরে গিয়ে মনোনয়নপত্র জমা দেন দাদা। সর্বসম্মতভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে বসতে সৌরভ গঙ্গোপাধ্যায়।আগামী ২০ তারিখ আনুষ্ঠানিকভাবে বোর্ডের…

Avatar

সিএবি এর পর বিসিসিআইয়ের সভাপতির দৌড়ে সামিল হন দাদা। সোমবার দুপুরে বিসিসিআইয়ের দপ্তরে গিয়ে মনোনয়নপত্র জমা দেন দাদা। সর্বসম্মতভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে বসতে সৌরভ গঙ্গোপাধ্যায়।আগামী ২০ তারিখ আনুষ্ঠানিকভাবে বোর্ডের দায়িত্ব নিজের তুলে নিতে যাচ্ছেন মহারাজ। কিন্তু বিসিসিআইয়ের সভাপতি পদে বসার আগেই দাদাকে রাজনীতিতে স্বাগত জানালেন দিলীপ ঘোষ। কিন্তু দিলীপের এই প্রস্তাবে মুখ্যম জবাব দিলেন সৌরভ।

সোমবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, কিছু বাজে ধরণের লোক রাজনীতিতে ঢুকে পড়ায় সাধারণ মানুষের মধ্যে রাজনীতি নিয়ে একটি ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছে। তাই তিনি জানান যে সাধারণ মানুষের জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো যোগ্য ব্যক্তিদের রাজনীতিতে খুবই প্রয়োজন। এছাড়া সৌরভের বোর্ড সভাপতি হওয়ার ক্ষেত্রে রাজনীতির ছোঁয়া আছে বলে দাবি করেছেন মেদিনীপুরের সাংসদ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তিনি এদিন বলেন যে ক্রিকেট বোর্ডের নির্বাচনে কেন্দ্রের শাসক দলের ভূমিকা রয়েছে। দাদা যদি রাজনীতিতে সরাসরি যোগদান করেন তাহলে তাকে স্বাগত জানানো হবে বলে জানান দিলীপ ঘোষ। তবে রাজনীতিতে যাওয়ার সমস্ত জল্পনায় জল ঢেলে মহারাজ সংবাদ মাধ্যমকে স্পষ্ট করে জানান যে, এখন রাজনীতিতে যাওয়ার কোনো ইচ্ছা নেই তার। মূলত ভারতীয় ক্রিকেট দলকে সংস্কার করা তার মূল লক্ষ্য।

About Author
news-solid আরও পড়ুন