Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাত্র একদিন বাকি, অবিলম্বে ই-কেওয়াইসি করুন, না হলে ২০০০ টাকা আটকে যাবে

কৃষকের আয় বৃদ্ধি করার জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার গুলি একাধিক পরিকল্পনা চালাচ্ছে যাতে ভবিষ্যতে তাদের টাকার টেনশন না হয়। এইভাবেই প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি প্রকল্পটি কেন্দ্রীয় সরকার দ্বারা…

Avatar

কৃষকের আয় বৃদ্ধি করার জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার গুলি একাধিক পরিকল্পনা চালাচ্ছে যাতে ভবিষ্যতে তাদের টাকার টেনশন না হয়। এইভাবেই প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি প্রকল্পটি কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত হচ্ছে। এই প্রকল্পে কৃষকদের বার্ষিক ৬ হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে। এখনো পর্যন্ত ১৩ টি কিস্তিতে এর সুফল পেয়েছেন দেশের সমস্ত কৃষক। দেশের কোটি কোটি কৃষক অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই প্রকল্পের ১৪তম কিস্তির জন্য। আপনাদের জানিয়ে রাখি এই স্কিমের ১৪তম কিস্তি শীঘ্রই আসতে চলেছে। তবে এর আগে কিন্তু কৃষকদের কেওয়াইসি করে নিতে হবে নিজের।

যে সমস্ত কৃষকরা এখনো তাদের একাউন্টের কেওয়াইসি পুরো করেননি, এবং জমি যাচাই করেননি তাদের অনেক সমস্যা হতে পারে এরপরে। ১৪তম কিস্তি থেকেই তাদের সমস্যার সম্মুখীন হতে হতে পারে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এই কেওয়াইসি সম্পূর্ণ করার শেষ তারিখ ১৫ জুন অর্থাৎ আজকে। তাই যদি আপনি এই কৃষক সম্মান নিধি যোজনার ১৪তম কিস্তির টাকা পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই আজকের মধ্যেই এই সম্পূর্ণ কাজ শেষ করতে হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে প্রতিবছর কৃষকদের ৬০০০ টাকা করে দেওয়া হয়ে থাকে। এই টাকা সারা বছর তিনটি কিস্তিতে কৃষকদের জন্য দেওয়া হয়। প্রতি কিস্তিতে ২ হাজার টাকা করে পাওয়া যায়। প্রতি ৪ মাস অন্তর একটি করে কিস্তি প্রকাশ করা হয়। সম্প্রতি এই কিষান সম্মান নিধি যোজনার ১৩ তম কিস্তির টাকা চলে এসেছে। এর ফলে ৮.২ কোটি কৃষক সুবিধা পেয়েছেন। এই সময়ের মধ্যে মোট ১৬৮০০ কোটি টাকা স্থানান্তর করা হয়েছিল কৃষকদের ব্যাংক একাউন্টে। ইতিমধ্যেই হরিয়ানা সরকার কৃষকদের কেওয়াইসি করতে উৎসাহিত করছে। সরকার এই কেওয়াইসি শেষ করার তারিখ ১৫ জুন নির্ধারিত করেছে। হরিয়ানা সরকার একটি অফিসিয়াল টুইটের মাধ্যমে এই তথ্য জানিয়েছে সবাইকে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি ই-কেওয়াইসি সম্পূর্ণ করবেন আপনার কিষান সম্মান নিধি যোজনা অ্যাকাউন্টের।

পদ্ধতি

১. প্রথমে প্রধানমন্ত্রী কিসানের অফিসিয়াল ওয়েবসাইটে যান, যেটা হলো www.pmkisan.gov.in

২. হোমস্ক্রিনে e-kyc বিকল্প সিলেক্ট করুন।

৩. আপনার আধার নম্বর এবং ক্যাপচা কোড লিখে তারপর সার্চ বাটনে ক্লিক করুন।

৪. আপনার আধার কার্ডের সঙ্গে লিংক করা মোবাইল নম্বর লিখুন। তারপরে আপনার নিবন্ধিত নম্বরে একটি ওটিপি যাবে।

৫. ওটিপি লিখুন এবং এন্টার টিপুন।

৬. প্রধানমন্ত্রী কিষান যোজনা অ্যাকাউন্টের e-kyc এখন পুরোপুরিভাবে সম্পন্ন হয়েছে।

About Author