Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Shilpa Shetty : রঙিন মনোকিনিতে ইন্টারনেটের পারদ তুললেন ৪৮ এর শিল্পা, ছবি দেখে পাগল ইয়ং জেনারেশন

বয়স ২০ তেই মেয়েরা আর বুড়ি হয় না। বরং আজকাল ৩০ এর নীচে কেউ বিয়ের পিঁড়িতে বসতেই চায় না, সেখানে যেই মেয়েরা স্বাধীন ও আর্থিক ভাবে স্বচ্ছল এবং জীবনে সফল…

Avatar

বয়স ২০ তেই মেয়েরা আর বুড়ি হয় না। বরং আজকাল ৩০ এর নীচে কেউ বিয়ের পিঁড়িতে বসতেই চায় না, সেখানে যেই মেয়েরা স্বাধীন ও আর্থিক ভাবে স্বচ্ছল এবং জীবনে সফল তারা সবসময়ের জন্য মুক্ত আকাশের স্বাধীন ঘুড়ি। সেরকমই, বয়স ৪৮ কে তুরি মেরে উড়িয়ে দিয়ে গ্ল্যামারাস ভঙ্গিমায় নিজেকে মেলে ধরলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি (Shilpa Shetty).অভিনেত্রী শিল্পা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। যখন যাই করেন সেটাই তুলে ধরেন সোশ্যাল মিডিয়ার পাতায়। বড় পর্দায় নিয়মিত না এলেও সোশ্যাল মিডিয়ায় তিনি প্রায় সময় যাতায়াত করেন। সম্প্রতি, শিল্পা তাঁর একটি ছবি পোস্ট করেন যা সোশ্যাল মিডিয়ায় আগুন ধরিয়েছে। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন- “টাস্কান সূর্যের নীচে স্নান করার অভিজ্ঞতা দুর্দান্ত। এই জায়গাটি ঐশ্বরিক। কথিত আছে, ৩ হাজার বছর ধরে এটি পবিত্র জল হিসেবে বিবেচিত হয়ে আসছে। ঝর্ণা থেকে যে গরম জল বের হয়, তার সংস্পর্শে আসে তার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে।”নেট জনতা শিল্পাকে এইভাবে দেখে মুগ্ধ। অনেকে ভাবতেও পারছে না যে এই বয়সে এসেও এত সুন্দর ফিগার তিনি কিভাবে ধরে রেখেছেন। তাছাড়া এই বয়সে এসে মনোকিনিতে এতটা আকর্ষণীয় কিভাবে সম্ভব!Shilpa Shetty : রঙিন মনোকিনিতে ইন্টারনেটের পারদ তুললেন ৪৮ এর শিল্পা, ছবি দেখে পাগল ইয়ং জেনারেশনএখনও পর্যন্ত শিল্পার পোস্ট করা ছবি ঘিরে উত্তেজনা তুঙ্গে। তাঁর ছবির নিচে ভুরিভুরি কমেন্ট এসেছে। অনেকেই শিল্পার ফিগারের প্রশংসা করেছেন। কেউ কেউ তাঁর এমন আকর্ষণীয় ফিগারের রহস্য জানতে চেয়েছেন।শিল্পার ইনস্টাগ্রাম প্রোফাইল ফলো করলে দেখা যাবে যে তিনি নিজেকে বেশিরভাগ সময় এক্সারসাইজ ও যোগাসনের মধ্যে ব্যস্ত রাখেন। বিভিন্ন ধরনের ফল তার ডায়েট চার্টে থাকে। এছাড়া তিনিও মাঝেমধ্যে মিষ্টি খাবার খেয়ে দর্শকদের অনুপ্রেরণা দেন যে মাঝেমধ্যে মিষ্টি খেলে কেউ মোটা হয় না, তবে আকর্ষণীয় ফিগারের জন্য অবশ্যই খাওয়া উচিত হেলদি খাবার, পর্যাপ্ত ঘুম ও এক্সারসাইজ।
About Author