Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Tamanna Bhatia: প্রেমে সিলমোহর দিতে না দিতেই বোল্ড ওয়েব সিরিজে অন্তরঙ্গ দৃশ্যে তামান্না ভাটিয়া, দেখুন টিজার

সদ্য গুঞ্জনকে সত্যি করে তুলেছেন সাউথের অন্যতম সফল অভিনেত্রী তামান্না ভাটিয়া (Tamanna Bhatia)। 'বাহুবলী' খ্যাত এই অভিনেত্রীকে পাবলিক প্লেসে বহুবার দেখা যায় 'পিঙ্ক' খ্যাত অভিনেতা বিজয় বার্মার (Vijay Varma) সঙ্গে।…

Avatar

সদ্য গুঞ্জনকে সত্যি করে তুলেছেন সাউথের অন্যতম সফল অভিনেত্রী তামান্না ভাটিয়া (Tamanna Bhatia)। ‘বাহুবলী’ খ্যাত এই অভিনেত্রীকে পাবলিক প্লেসে বহুবার দেখা যায় ‘পিঙ্ক’ খ্যাত অভিনেতা বিজয় বার্মার (Vijay Varma) সঙ্গে। অবশেষে, অভিনেত্রী নিজেই স্বীকার করলেন তার ব্যাক্তিগত জীবনের কথা। এক সাক্ষাৎকারে তামান্না জানিয়ে দেন তার মনের মানুষের নাম। এদিকে, প্রেমিকের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে মুক্তি পায় একটি অ্যাডাল্ট ওয়েব সিরিজের টিজার, যেখানে তামান্না ও বিজয় দুজনেই রয়েছেন।

২০১৮ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় লাস্ট স্টোরিজ ( Lust Stories), দীর্ঘ চার বছর পর আবারও আসতে চলেছে লাস্ট স্টোরিজ 2 ( Lust Stories 2). ইতিমধ্যে এর টিজার প্রকাশিত হয়েছে। নতুন এই সিরিজে অভিনয়ের কেন্দ্রবিন্দুতে থাকছেন অভিনেত্রী কাজল,নীনা গুপ্তা, তামান্না ভাটিয়া, বিজয় ভার্মা, মৃণাল ঠাকুর,তিলোত্তমা সোম,অমৃতা সুভাষ,অঙ্গদ বেদি সহ আরো অন্যান্য তারকা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

‘লাস্ট স্টোরিজ’ ছিল যৌনতায় ভরপুর একটি সিরিজ। ওই সিরিজের বেশ কিছু ক্লিপস এখনও সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করে।সেই সিরিজের দ্বিতীয় ভাগ আরো বোল্ড হতে চলেছে, যেখানে অভিনয় করছেন এই নতুন প্রেমিক জুটি তথা তামান্না ও বিজয়।

প্রেমে সিলমোহর দিতে না দিতেই ‘লাস্ট স্টোরিজ 2’ এর টিজার মুক্তি পায়। ফলে, ভক্তদের কাছে এই চাহিদা দ্বিগুণ হয়ে উঠেছে। আগামী ২৯ শে জুন মুক্তি পাচ্ছে ‘লাস্ট স্টোরিজ ২’, শুধুমাত্র নেটফ্লিক্সে (Netflix). যৌনতা, লালসা, আকাঙ্খা র উপর কেন্দ্র করেই নতুন এই সিরিজ এগোবে। নতুন এই সিরিজের টিজারে বিয়ের আগের যৌনমিলনকে ‘টেস্ট ড্রাইভ’ বলা হয়েছে, এবং, নীনা গুপ্তার চরিত্রকে বলতে শোনা যাচ্ছে, “ছোট গাড়ি কেনার আগেও তো টেস্ট ড্রাইভ কর। তাহলে বিয়ের আগে কেন নয়?” ভালোবাসা না যৌনতা কোনটা বেশি জরুরী সেই নিয়েই এগোবে গল্প।

About Author