Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bold Web Series: লজ্জার সমস্ত সীমা অতিক্রম করেছে এই সিরিজ, দেখলে নিজেকে আটকাতে পারবেন না

ইন্টারনেটের যুগে মানুষ এখন ওয়েব সিরিজ বেশি দেখছে। দর্শক সংখ্যা বাড়ছে সিরিজের দৌলতে। এতে করে, বড় পর্দার অভিনেতা অভিনেত্রীরা এখন সিরিজের হাত ধরে কাজ করে চলেছেন। যেহেতু, এখন মানুষের হাতে…

Avatar

ইন্টারনেটের যুগে মানুষ এখন ওয়েব সিরিজ বেশি দেখছে। দর্শক সংখ্যা বাড়ছে সিরিজের দৌলতে। এতে করে, বড় পর্দার অভিনেতা অভিনেত্রীরা এখন সিরিজের হাত ধরে কাজ করে চলেছেন। যেহেতু, এখন মানুষের হাতে হাতে ফোন ও ইন্টারনেট, তাই মানুষ নিজের সুবিধা অনুযায়ী বোল্ড সিরিজের পাতায় চোখ রাখছে চুপি চুপি।

সম্প্রতি একটি বোল্ড ও হট ওয়েব সিরিজ চর্চায় এসেছে, নাম – ‘জানলেভা পেয়ার’ (Jaanleva Pyar)।এটি দেখা যাবে প্রাইম শট অ্যাপে (Prime Shots)। যদি অ্যাপটি আপনার ফোনে ডাউনলোড করা থাকে তবে সহজেই দেখে নিতে পারেন। এই সিরিজের মুখ্য অভিনেতা অভিনেত্রীদের ভূমিকায় দেখা যাবে অমিত কুমার, অক্ষম খান্না এবং গৌরব শর্মা সহ অন্যান্যদের।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যারা অ্যাডাল্ট কনটেন্ট দেখতে পছন্দ করেন তাদের কাছে এই সিরিজ দুর্দান্ত হতে পারে। এই ওয়েব সিরিজে রয়েছে একাধিক বোল্ড দৃশ্য, যার কারণে এটি তুমুল হিট হয়েছে। ঘটনা হল, এই ওয়েব সিরিজের গল্প আবর্তিত হয়েছে এক সদ্য বিবাহিত দম্পতিকে ঘিরে। হানিমুন দিয়ে গল্প শুরু! বাকিটা জানার জন্য সিরিজটি দেখতে হবে।

প্রসঙ্গত, ইদানিং সময়ে বা করোনা পরবর্তী সময়ে ওয়েব সিরিজের বাজার রমরমা হয়ে গিয়েছে। যেই প্রযোজকরা টাকা ঢালছেন সিরিজের পিছনে তারা লালে লাল হয়ে যাচ্ছেন। আজকাল প্রযোজকরা বড় পর্দার জন্য খুব কম সময় ও অর্থ ব্যয় করছেন, একমাত্র ওয়েব প্ল্যাটফর্ম দিয়ে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া যাচ্ছে এক চুটকিতে। তারমধ্যে, ওয়েব সিরিজে যদি মাল মশলা বেশি থাকে তাহলে তার দর্শক সংখ্যা দ্বিগুণ থেকে দশ গুণ হয়ে যাচ্ছে। এই ধরনের ওয়েব সিরিজের প্ল্যাটফর্মে বহু মানুষ ভিড় জমাচ্ছেন। রাতারাতি জনপ্রিয় হয়ে উঠছে এই গল্পগুলো।তাছাড়া যারা অভিনয় করছেন তারাও প্রতিটা চরিত্রের জন্য মারকাটারি অভিনয় করছেন। যেমন – জানলেভা পেয়ার’ (Jaanleva Pyar) ওয়েব সিরিজ।

About Author