Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দুঃসংবাদ দেওল পরিবারের জন্য, ঘুম উড়েছে বাবা ধর্মেন্দ্রর, এই কাজের জন্য দুঃখিত সানি দেওলও

বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ডে তারকাদের অভিনয় দক্ষতা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, সবই নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে। বিশেষ করে তারকাদের বিভিন্ন ফ্যাশন সেন্স বা তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন না জানা…

Avatar

বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ডে তারকাদের অভিনয় দক্ষতা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, সবই নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে। বিশেষ করে তারকাদের বিভিন্ন ফ্যাশন সেন্স বা তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন না জানা কথা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে থাকে মাঝে মধ্যেই। আসলে নেটিজেনদের নজর এড়ায় না তারকাদের কোনো কথাই। এই বলি টাউনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী অভিনেতা হলেন সানি দেওল। বলিউডের উন্নতিতে তাঁর অবদান অনস্বীকার্য।

পুরনো কালের একাধিক হিট হিন্দি সিনেমাতে হিরোর চরিত্রে অভিনয় করে লাখ লাখ মানুষের মন জয় করে নিয়েছেন সানি দেওল। ভারত ভূখণ্ড ছাড়িয়ে বিদেশেও তাঁর জনপ্রিয়তা তেমন কম নেই। এই অভিনেতার বিশেষত্ব হলো তিনি প্রত্যেকটি চরিত্রকে নতুন ভাবে বুঝে নিয়ে অভিনয় করতেন। তাই তো মানুষের কাছে সিনেমার চরিত্রটি বেশি জীবন্ত হয়ে উঠত। এই অভিনেতা জাঁকজমক এবং বলিউড পার্টির সাথে খুব একটা যুক্ত থাকেন না। সম্প্রতি গদর দ্বিতীয় পার্টের কারণে লাইমলাইটে ছিলেন তিনি। তারওপর আবার গদর রিক্রিয়েশন ভার্সন রিলিজ হবে প্রেক্ষাগৃহে। তবে এরমাঝে এমন কিছু ঘটেছে যা নিয়ে চিন্তিত সানি দেওল নিজেই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দুঃসংবাদ দেওল পরিবারের জন্য, ঘুম উড়েছে বাবা ধর্মেন্দ্রর, এই কাজের জন্য দুঃখিত সানি দেওলও

সম্প্রতি পঞ্চকুলার গুরুদ্বারের সমাজকর্মীরা সানি দেওল এবং আমিশা প্যাটেল সম্পর্কে এমন একটি কথা বলেছেন, যার কারণে সানি দেওলের ছবি মুক্তি পাওয়া খুব কঠিন বলে মনে হচ্ছে। সানি দেওল এবং আমিশা প্যাটেল ফিল্মের কিছু অংশে কাজ করার জন্য গুরুদ্বারে পৌঁছেছিলেন। আসলে এই ছবিতে কাজ করতে গিয়ে সানি গুরুদ্বারে আমিশাকে নিয়ে সব সীমা ছাড়িয়ে গিয়েছিলেন এবং কেন তারা দুজনেই এই পবিত্র স্থানে এমন দৃশ্য করলেন তা মানুষ পছন্দ করেনি। তাই এই সিনেমা আদেও রিলিজ করতে দেওয়া হবে নাকি সেই নিয়ে চিন্তায় রয়েছেন সানি দেওল।

About Author