সাম্প্রতিক এই ঝলকে অভিনেত্রীকে কখনো কোন একটি বিলাসবহুল ঘরে বিছানায় অগোছালোভাবে সাদা শার্টে বসে থাকতে দেখা গিয়েছে। খোলা চুলে, নুড মেকাপে অভিনেত্রীর শার্টের সামনের একাধিক বোতাম ছিল উন্মুক্ত। যেখানে তার বক্ষ বিভাজিকাও ছিল দৃশ্যমান। পাশাপাশি পরের ঝলকেই তাকে দেখা গিয়েছে গঙ্গার ধারে। এই ঝলকে অভিনেত্রীকে কাঁধ থেকে শার্টটি বেশ কিছুটা নামিয়েই ক্যামেরার সামনে আবেদনময়ী হতে দেখা গিয়েছে। সাথে পরেছিলেন নীল জিন্সের হট প্যান্টও। তার চোখে-মুখে ছিল বোল্ডনেসের স্পষ্ট ছাপ। বলাই বাহুল্য, অভিনেত্রীর সাম্প্রতিক এই ঝলক রীতিমতো উষ্ণতা বাড়িয়েছে অভিনেত্রীর ভক্তদের মনের, যার স্পষ্ট ঝলক রয়েছে কমেন্টবক্সেই। তবে এদিনও তাকে কটাক্ষ করতে ছাড়েননি একাংশ। তবে এই প্রসঙ্গ আবারো অভিনেত্রীর কাছে গুরুত্বহীনভাবেই ধরা দিয়েছে।উল্লেখ্য, শুভ্রজিৎ মিত্র পরিচালিত আসন্ন ছবি ‘দেবী চৌধুরানী’তে মুখ্য ভূমিকাতেই অভিনয় করতে দেখা যাবে শ্রাবন্তী চ্যাটার্জীকে। জানা গিয়েছে, ছবিটি প্যান ইন্ডিয়াতেই মুক্তি পাবে। পাশাপাশি এও জানা গিয়েছে, চলতি বছরে বর্ষার পরেই বীরভূম ও পুরুলিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়েই চলবে শুটিং। আপাতত, এই ছবির অপেক্ষাতেই অভিনেত্রীভক্তরা।
Srabanti Chatterjee: কাঁধ থেকে শার্ট নামিয়েই ক্যামেরার সামনে বোল্ড পোজ শ্রাবন্তীর, দেখে ঘাম ঝরছে ভক্তদের
শ্রাবন্তী চ্যাটার্জী টলিপাড়ার অন্যতম চর্চিত অভিনেত্রী। কারণে-অকারণে নেটদুনিয়ায় কিংবা মিডিয়ার পাতায় চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই কারোরই। তবে নিজের ব্যক্তিগত জীবনের রেশ কখনোই নিজের…

আরও পড়ুন