Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

WTC Final 2023: আম্পায়ারের ‘ভুল সিদ্ধান্তে’ আউট শুভমান গিল! চিটার চিটার রব উঠলো গ্যালারিতে

আইপিএলের মেগা আসর শেষ হতে না হতেই সুদূর ইংল্যান্ডের মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলছে ভারত। যদিও টেস্ট বিশ্বকাপের শুরুটা ভালো না হলেও বর্তমানে জয়ের জন্য মরিয়া হয়ে লড়াই করছেন…

Avatar

আইপিএলের মেগা আসর শেষ হতে না হতেই সুদূর ইংল্যান্ডের মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলছে ভারত। যদিও টেস্ট বিশ্বকাপের শুরুটা ভালো না হলেও বর্তমানে জয়ের জন্য মরিয়া হয়ে লড়াই করছেন বিরাট-রোহিতরা। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে বিশাল রানের পাহাড়ের নিচে চাপা পড়ে রোহিতের টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ব্যাটিং করে অস্ট্রেলিয়া সবকটি উইকেট হারিয়ে ৪৬৯ রান সংগ্রহ করে।

এদিকে বিশাল রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভারতের টপ অর্ডার ব্যাটিং লাইন-আপ পুরোপুরি ভাবে ব্যর্থতার পরিচয় দেন। অজিঙ্কা রাহানের ৮৯ রানের ইনিংসের সুবাদে প্রথম ইনিংসে ফলো-আপের হাত থেকে রক্ষা পায় বিরাট কোহলিরা। প্রথম ইনিংসে ব্যাটিং করে সবকটি উইকেট হারিয়ে ভারত মাত্র ২৯৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এদিন দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়ার টপ-অর্ডার ব্যাটসম্যানরা ধ্বংসাত্মক ব্যাটিং শুরু করেন। ৮ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে ২৭০ রান সহ ভারতের সামনে জয়ের জন্য সর্বমোট ৪৪৪ রানের বিশাল লক্ষ্যমাত্রা ধার্য করে।

যদিও জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলতে স্টার্ক-কামিন্সদের যখন অনায়াসে চার-ছক্কা হাঁকাচ্ছিলেন রোহিত-গিলরা, ঠিক তখনই তৃতীয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আউট হয়ে সাজঘরে ফিরতে হয় শুভমন গিলকে। ৭.১ ওভারে স্কট বোল্যান্ডের বল গিলের ব্যাটের কানা নিয়ে স্লিপ অঞ্চলে উড়ে যায়। স্লিপে অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে ক্যাচ ধরেন ক্যামেরন গ্রিন।

অন ফিল্ড আম্পায়ার ক্যাচের বৈধতা নিয়ে প্রশ্ন তুললে থার্ড আম্পায়ার রিচার্ড কেটেলবরো টেলিভিশন রিপ্লে দেখে গিলকে আউট ঘোষণা করেন। এরপর পুরো স্টেডিয়াম জুড়ে শুরু হয় চিটার চিটার রব। কারণ রিপ্লেতে স্পষ্ট দেখা গেছে গিলের ব্যাটে বল লেগে ক্যামেরন গ্রিনের হাতে যাওয়ার পূর্বে মাটি স্পর্শ করেছে। ফলে স্বাভাবিকভাবেই মাঠে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন ক্রিকেটপ্রেমীরা থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞরা।

About Author