Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Reliance Jio plans: ৫টি দুর্দান্ত প্ল্যান নিয়ে হাজির হলো রিলায়েন্স জিও, বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন JioSaavn-এরও

গ্রাহকদের জন্য একটি নতুন অফার নিয়ে এসেছে। সম্প্রতি কোম্পানি তাদের পাঁচটি নতুন রিচার্জ প্ল্যান চালু করেছে, যার সাথে JioSaavn Pro বিনামূল্যে সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। এই সাবস্ক্রিপশনের সাথে, ব্যবহারকারীরা আনলিমিটেড জিও…

Avatar

গ্রাহকদের জন্য একটি নতুন অফার নিয়ে এসেছে। সম্প্রতি কোম্পানি তাদের পাঁচটি নতুন রিচার্জ প্ল্যান চালু করেছে, যার সাথে JioSaavn Pro বিনামূল্যে সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। এই সাবস্ক্রিপশনের সাথে, ব্যবহারকারীরা আনলিমিটেড জিও টিউন, আনলিমিটেড ডাউনলোড এবং সেরা মানের অডিও পেয়ে যাবেন। এর পাশাপাশি তাদেরকে কোনরকম অডিও বিজ্ঞাপন শুনতে হবে না। তবে মনে রাখবেন জিও Saavn সাবস্ক্রিপশন প্রতিমাসে ৯৯ টাকা মূল্যে পাওয়া যাবে। তাহলে চলুন সবকিছু জেনে নেওয়া যাক এই দারুন প্লানের ব্যাপারে।

JioSaavn Pro এর জন্য মোট পাঁচটি প্ল্যান লঞ্চ করেছে রিলায়েন্স জিও। সর্বনিম্ন প্ল্যান এর কথা বললে তার দাম ২৬৯ টাকা। এতে ২৮ দিনের বৈধতার সাথে প্রতিদিন ১.৫ জিবি পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট আপনি পাবেন। দ্বিতীয় প্ল্যান টি ৫২৯ টাকা প্ল্যান যেখানে প্রতিদিন ১.৫ জিবি ইন্টারনেট পাওয়া যাবে সঙ্গেই থাকবে ৫৬ দিনের বৈধতা। তৃতীয় প্ল্যানের বৈধতা ৫৬ দিন এবং এর দাম ৫৮৯ টাকা। এখানে প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট পাওয়া যাবে। এর সাথেই ৮৪ দিনের বৈধতার সাথে ১.৫ জিবি ইন্টারনেট সহযোগী একটি প্ল্যান নিয়ে এসেছে রিলায়েন্স জিও যার দাম ৭৩৯ টাকা। এছাড়াও ৭৮৯ টাকার প্ল্যানের সাথে আপনি পাবেন ৮৪ দিনের বৈধতা এবং প্রতিদিন ২ জিবি ইন্টারনেট। আপনাদের জানিয়ে রাখি এই সব কটি প্লান আপনাকে ৪জি ইন্টারনেট অফার করে থাকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কিভাবে সক্রিয় করবেন JioSaavn Pro সাবস্ক্রিপশন?

এর জন্য আপনাকে MyJio, Jio.Com, TPA বা JIO স্টোর থেকে JioSaavn বান্ডেল প্ল্যান রিচার্জ করতে হবে।

এর সাথেই আপনাকে JioSaavn এপ্লিকেশন ডাউনলোড করতে হবে এবং ওই একই নম্বর দিয়ে এই অ্যাপে সাইন-ইন করতে হবে।

তারপরই সাবস্ক্রিপশন স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে যাবে এবং আপনি কোনো বিজ্ঞাপন ছাড়াই গান শুনতে পারবেন।

About Author