Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘আই লাভ ইউ’-এর একটি দৃশ্যের জন্য রাকুল প্রীত সিং এমন কাজ করলেন, ভক্তরা হাঁপিয়ে উঠবেন

অভিনেত্রী রাকুল প্রীত সিং (Rakul Preet Singh) তার আসন্ন ছবি 'আই লাভ ইউ'-এর জন্য সর্বোচ্চ সীমা অতিক্রম করেছেন, তাও আবার জলের তলায় থেকে। টানা ১৪ ঘণ্টা জলের মধ্যে থেকে শ্যুটিং…

Avatar

অভিনেত্রী রাকুল প্রীত সিং (Rakul Preet Singh) তার আসন্ন ছবি ‘আই লাভ ইউ’-এর জন্য সর্বোচ্চ সীমা অতিক্রম করেছেন, তাও আবার জলের তলায় থেকে। টানা ১৪ ঘণ্টা জলের মধ্যে থেকে শ্যুটিং প্র্যাকটিস করে গিয়েছেন, এই ঘটনাটি এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।টানা ১৪ ঘণ্টা জলে থাকা সহজ ব্যাপার নয়, যেটা অভিনেত্রী করে গিয়েছেন। কারণ, তাঁর আসন্ন ছবি ‘আই লাভ ইউ’ তে একটি দৃশ্য রয়েছে যেখানে তাঁকে ২ মিনিট ৩০ সেকেন্ড জলের তলায় থাকতে হয়। এই ২ মিনিট ৩০ সেকেন্ডের জন্য টানা ১৪ ঘণ্টা জলে থেকে প্র্যাকটিস চালিয়ে যান রাকুল প্রীত সিং।তামিল, তেলেগু ভাষার বহু সিনেমায় রাকুল অভিনয় করেছেন। ২০১৪ সালে ‘ইয়ারিয়ান’ দিয়ে হিন্দি সিনেমায় প্রবেশ করেন। এরপর, দে দে পেয়ার দে , নাটক রানওয়ে 34 , এবং ব্যঙ্গ ডক্টর জি  র মতন কিছু হিন্দি সিনেমায় কাজ করেছেন।সম্প্রতি এক সাক্ষাৎকারে, রাকুল জানান যে আন্ডারওয়াটার সিকোয়েন্সের শুটিংয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। দুপুর ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত জলে থাকা এবং তিনি সারাদিন ভিজে ছিলেন এবং জল খুব ঠান্ডা ছিল। প্রতি শটের পর তার গায়ে গরম জল ঢালছিল স্পট বয়রা যাতে তার শরীর বেশি ঠান্ডা না হয়। অবশ্যই, জলে ক্লোরিন থাকার কারণে চোখ জ্বলছিল কিন্তু, এটিও একটি চ্যালেঞ্জ। তিনি সত্যিই এই চ্যালেঞ্জটি উপভোগ করেছেন, কারণ এটি তাকে অনেক প্রেরণা দিয়েছে। উল্লেখ্য, রাকুল প্রীত সিং এবং পাভেল গুলাটি, অক্ষয় ওবেরয় এবং কিরণ কুমার অভিনীত ‘আই লাভ ইউ’ ছবিটি ১৬ ই জুন JioCinema-এ ডিজিটাল প্রিমিয়ারে মুক্তি পাবে।
About Author