Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

MS Dhoni: চলে এলো বড় আপডেট, ২০২৪ আইপিএলে CSK-র ব্যাটন থাকবে সেই ধোনির হতে!

ছোট্ট একটি খবরের জন্য কোটি কোটি ক্রিকেট প্রেমীরা অপেক্ষা করছিলেন বিগত কয়েক সপ্তাহ ধরে। তাদের প্রিয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে আর ২২ গজের ময়দানে দেখা যাবে কি না, তা নিয়ে…

Avatar

ছোট্ট একটি খবরের জন্য কোটি কোটি ক্রিকেট প্রেমীরা অপেক্ষা করছিলেন বিগত কয়েক সপ্তাহ ধরে। তাদের প্রিয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে আর ২২ গজের ময়দানে দেখা যাবে কি না, তা নিয়ে ইতিমধ্যে উঠেছিল একাধিক প্রশ্ন। তবে হাঁটুতে অস্ত্রোপচারের পর সমস্ত জল্পনার সমাপ্তি ঘটিয়ে নতুন আপডেট এলো চেন্নাই শিবির থেকে। মহেন্দ্র সিং ধোনির ঘনিষ্ঠ সূত্রে খবর, ২০২৪ আইপিএলে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব দিতে মাঠে নামবেন মাহি।

আমরা আপনাদের জানিয়ে রাখি, কয়েক সপ্তাহ আগে আইপিএল-এর রুদ্ধশ্বাস মেগা ফাইনালে (IPL Final 2023) গুজরাত টাইটান্সকে (Gujarat Titans) পাঁচ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই। সেখানে পুরো আইপিএলের মরশুম বাঁ-হাঁটুতে ব্রেস লাগিয়ে খেলেছিলেন তিনি। তবে আইপিএলের মেগা আসর শেষ হতে না হতেই মহেন্দ্র সিং ধোনি মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে গিয়েছিলেন হাঁটুর চিকিৎসার জন্য। সেখানে গত ১লা জুন অস্ত্রোপচার করা হয়েছে মাহির। এরপর কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে হসপিটাল থেকে ছুটি দেওয়া হয়।
MS Dhoni: চলে এলো বড় আপডেট, ২০২৪ আইপিএলে CSK-র ব্যাটন থাকবে সেই ধোনির হতে!

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বর্তমানে মহেন্দ্র সিং ধোনি নিজের গ্রামের বাড়ি রাঁচিতে অবসর সময় কাটাচ্ছেন। হাঁটুতে সফল অস্ত্রোপচার শেষে তার পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা সাংবাদিকদের জানিয়েছেন,’বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছেন মাহি। আপনাদের নিকট থেকে যে ভালবাসা ও পেয়েছে, তা এক কথায় অতুলনীয়। আসন্ন আইপিএলের মরশুম শুরু হতে এখনও ৭-৮ মাস সময় বাকি রয়েছে। এর মধ্যে নিজেকে খেলার উপযুক্ত করে গড়ে তুলতে যথেষ্ট পরিশ্রম করবেন মাহি।’

আমরা আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় প্রিমিয়ার লিগের ইতিহাসে চেন্নাই সুপার কিংস সবচেয়ে সফল দল। রোহিত শর্মার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স ৫ বার শিরোপা জিতলেও মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ৫ বার শিরোপা জয়ের পাশাপাশি সর্বমোট ১০ বার আইপিএলের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে চেন্নাই সুপার কিংস।

About Author