Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভুলে যান ৫০০ টাকা, এবার পাবেন ৮০০ টাকা, নতুন স্কিম নিয়ে এলো মমতা সরকার

পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছে রাজ্যের সাধারণ মানুষদের জন্য। রাজ্য সরকারের তরফ থেকে চালু করা এই সমস্ত প্রকল্পের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি প্রকল্প…

Avatar

পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছে রাজ্যের সাধারণ মানুষদের জন্য। রাজ্য সরকারের তরফ থেকে চালু করা এই সমস্ত প্রকল্পের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি প্রকল্প হল লক্ষীর ভান্ডার প্রকল্প। রাজ্যের মহিলাদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছিল এবং এই প্রকল্পে মহিলাদের যথাক্রমে ৫০০ টাকা এবং ১০০০ টাকা করে প্রতি মাসে ভাতা দেওয়া হয়। এবার এই প্রকল্প বাদেও রাজ্য সরকারের তরফ থেকে আরো একটি প্রকল্প নিয়ে আসা হয়েছে যা রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছে। সবথেকে বড় কথা হল ৫০০ টাকা নয় বরং এই প্রকল্পে দেওয়া হবে কড়কড়ে ৮০০ টাকা।

উল্লেখযোগ্য বিষয়টি হলো, এই প্রকল্পটি রাজ্য সরকারের তরফে নিয়ে আসা হয়েছে রাজ্যের ছাত্রীদের জন্য এবং এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে শিক্ষাশ্রী। রাজ্যের আর্থিক এবং সামাজিকভাবে পিছিয়ে পড়া ছাত্রীদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে সরকারের পক্ষ থেকে। তবে এই প্রকল্প কিন্তু এখনো সেভাবে পরিচিতি লাভ করতে পারেনি। কারা কারা এই সুবিধা পাবেন? চলুন এবার সেটাই বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রথমত যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং পশ্চিমবঙ্গের পড়ুয়া তারাই এই সুবিধা পেতে পারেন। দ্বিতীয়তঃ রাজ্যের যে কোন স্কুলের পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ছাত্রীরা এই পরিষেবা পাবেন। তৃতীয়ত তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হবে সেই ছাত্রীকে। চতুর্থত পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার বেশি হলে এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে না। পঞ্চমত, আবেদন করা পড়ুয়ার জাতিগত শংসাপত্র থাকতেই হবে। ষষ্ঠত, পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট জমা দিতে হবে। সপ্তমত, আবেদনকারী পড়ুয়ার কোর ব্যাংকিং সুবিধা যুক্ত একটি ব্যাংক একাউন্ট থাকতে হবে।

এই প্রকল্পের জন্য আবেদন করতে হবে অনলাইনে। www.anagrasarkalyan.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এছাড়াও অফলাইনে যদি আবেদন করতে চান তাহলে স্কুল থেকে ফর্ম সংগ্রহ করে আবেদন করতে পারবেন আপনারা। সেই ফরম ফিলাপ করে আবার স্কুলে জমা দিতে হবে। এই প্রকল্পের মধ্য দিয়ে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত ছাত্রীরা যারা পঞ্চম শ্রেণীর তারা পাবেন ৫০০ টাকা, ষষ্ঠ শ্রেণীর ছাত্রীরা পাবেন ৬৫০ টাকা, সপ্তম শ্রেণীর ছাত্রীরা পাবেন ৭০০ টাকা এবং অষ্টম শ্রেণির ছাত্রীরা পাবেন ৮০০ টাকা।

About Author