‘মুয়াই দিহালা রাজা জি’ (Muaai Dihala Rajaji) গানে কিলার মুভ দিতে দেখা যায় মোনালিসাকে। ভিডিওতে দেখা যাচ্ছে মোনালিসা ও অভিনেতা পবন সিং একই খাটে একই চাদরের তলায় শুয়ে রোম্যান্স করছেন। মোনালিসার পরনে লাল ডিপ নেক ব্লাউজ আর লাল শাড়ি। পবন সিং এর রোম্যান্টিক দুষ্টুমিতে মোনালিসার শাড়ি বারবার খুলে যাচ্ছে। দুজনেই হট মুভস দিয়ে উত্তেজনার পারদ চড়িয়ে রেখেছেন।মোনালিসা ভোজপুরি সিনেমাকে একাধিক হিট ছবি এবং অনেক সুপারহিট মিউজিক অ্যালবাম উপহার দিয়েছেন। তাঁর কিলার লুক ও লাস্যময়ী শরীর দর্শকদের একস্ট্রা ক্যালরি বার্ন করতে সাহায্য করে। যারা ভোজপুরি দুনিয়ায় দর্শক তাদের কাছে মোনালিসা একজন লাস্যময়ী সুন্দরী স্টার, যার কিলার লুকে বোল্ড আউট সকলে।
Bhojpuri Video: পবন সিং এর সঙ্গে এক খাটে ভোজপুরি অভিনেত্রী মোনালিসা, উষ্ণ রসায়নে কাবু দর্শকরা
মোনালিসা ওরফে অন্তরা বিশ্বাস একজন আপাদমস্তক বাঙালি। যদিও তিনি ভোজপুরী ইন্ডাস্ট্রির একজন পাকা খেলোয়াড়। সংস্কৃতে স্নাতক এই বঙ্গতনয়া বলিউডে পা রাখেন ‘ব্ল্যাকমেল’ ছবি দিয়ে। এরপরেই বিগ বস ১০ এর ঘরে…

আরও পড়ুন