Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভারতের বাজারে নতুন রূপে Passion Plus, সস্তা দামে দারুন মাইলেজ, লড়াইয়ে ফিকে TVS, Bajaj, Honda

Hero MotoCorp ভারতে একটি নতুন রিফ্রেশ ১০০ সিসির অবতারে লঞ্চ করে দিয়েছে তাদের প্যাশন প্লাস। প্যাশন প্লাস বিগত তিন বছরেরও বেশি সময় পর ভারতীয় বাজারে প্রত্যাবর্তন করেছে কারন ভারতের নতুন…

Avatar

Hero MotoCorp ভারতে একটি নতুন রিফ্রেশ ১০০ সিসির অবতারে লঞ্চ করে দিয়েছে তাদের প্যাশন প্লাস। প্যাশন প্লাস বিগত তিন বছরেরও বেশি সময় পর ভারতীয় বাজারে প্রত্যাবর্তন করেছে কারন ভারতের নতুন BS6 নির্গমন নিয়মের কারণে ২০২০ সালের শুরুতে বন্ধ হয়ে গিয়েছিল এই বাইকটি। নতুন Hero Passion Plus এর দাম ৭৫,১৩১ টাকা (এক্স-শোরুম, দিল্লি) রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়াও, হিরো প্যাশন প্লাসে পুরোনো মডেলের মতোই একই ডিজাইন রয়েছে; তবে বডি প্যানেলে কিছু নতুন গ্রাফিক্স যুক্ত হয়েছে।

এই বাইকটি এখন তিনটি রঙের শেড- স্পোর্টস রেড, ব্ল্যাক-নেক্সাস ব্লু এবং ব্ল্যাক-হেভি গ্রে-তে চালু করা হয়েছে। হার্ডওয়্যারের পরিপ্রেক্ষিতে, এটিতে সামনের দিকে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে ডুয়াল স্প্রিং-লোডেড শক অ্যাবজরবার রয়েছে। ব্রেক দেওয়ার জন্য, আইবিএস সিস্টেম সহ ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। Hero Passion Plus কে পাওয়ার জন্য, একটি ৯৭.২cc, সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুলড, ফুয়েল-ইনজেক্টেড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা ৭.৯bhp শক্তি এবং ৮.০৫ Nm টর্ক জেনারেট করে। এটি একটি ৪-স্পীড ম্যানুয়াল গিয়ারবক্সের সাথে যুক্ত।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে হিরো এই নতুন মোটরসাইকেলের মাইলেজ এখনো প্রকাশ করেনি। তবে, স্পেক্স দেখে মোটামুটি একটা ধারণা করা যায় এই বাইকটি প্রায় ৬০ কিলোমিটারের মাইলেজ দিতে পারে। নতুন হিরো প্যাশন প্লাস ভারতে তিনটি রঙের বিকল্প সহ একটিমাত্র ইঞ্জিন ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এর দাম রাখা হয়েছে ৭৫,১৩১ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। প্যাশন প্লাস সরাসরি Honda Shine 100, TVS Radeon এবং Bajaj Platina-এর মতো মোটরসাইকেলের সঙ্গে প্রতিযোগিতা করবে। এছাড়াও, Hero কোম্পানির নিজস্ব Platina বাইকের সঙ্গেও প্রতিযোগিতা করবে এই বাইক। প্রসঙ্গত উল্লেখ্য, নিজের পূর্ব সহকারী কোম্পানির সঙ্গে জোর টক্কর দিতে এবারে Honda- ও ১০০ সিসি সেগমেন্টে সম্প্রতি তাদের নতুন Shine 100 লঞ্চ করেছে। তাই দুই বন্ধুর লড়াই বেশ ভালই হবে বলে মনে করছেন অনেকে।

About Author