Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

WTC Final 2023: জঘন্য ক্যাপ্টেন্সি! দিন শেষে রোহিতকে সমালোচনার কাঠগড়ায় তুললেন ক্রিকেটপ্রেমীরা

ভারতের অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে সুদূর ইংল্যান্ডের মাটিতে বর্তমানে টেস্ট বিশ্বকাপের ফাইনাল খেলছে টিম ইন্ডিয়া। ম্যাচের প্রথম দিনেই ইন্ডিয়াকে বেশ বেগতিক স্থানে ফেলে দিয়েছে আইরিশ ব্যাটসম্যানরা। টসে হেরে প্রথমে ব্যাটিং…

Avatar

ভারতের অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে সুদূর ইংল্যান্ডের মাটিতে বর্তমানে টেস্ট বিশ্বকাপের ফাইনাল খেলছে টিম ইন্ডিয়া। ম্যাচের প্রথম দিনেই ইন্ডিয়াকে বেশ বেগতিক স্থানে ফেলে দিয়েছে আইরিশ ব্যাটসম্যানরা। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৩ উইকেট হারিয়ে এখনও পর্যন্ত ৩২৭ রান করেছে অস্ট্রেলিয়া। এদিকে প্রথম দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের পরিকল্পনা পুরোপুরি ভাবে ব্যর্থ হওয়ার কারণে অধিনায়ক রোহিত শর্মাকে তুলোধোনা করতে শুরু করেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

এদিন টেস্ট বিশ্বকাপের আসরে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। তবে ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, সঠিক বোলার নির্বাচন এবং তাদেরকে সঠিকভাবে ব্যবহার করতে পারেননি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এমনকি সঠিকভাবে ফিল্ডিং পজিশন পরিবর্তনও করতে পারেননি তিনি। যার ফলে ইনিংসের শুরুতে তিনটি মূল্যবান উইকেট হারালেও দিনশেষে ভারতীয় দলের দুশ্চিন্তা বাড়াতে সক্ষম হয়েছে টিম অস্ট্রেলিয়া।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ম্যাচের প্রথম দিন শেষে ভারতের ওপর অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের আক্রমণাত্মক ব্যাটিং দেখে রোহিত শর্মাকে সমালোচনা করতে ব্যস্ত হয়ে পড়েছেন সাধারণ ক্রিকেটপ্রেমীরা। তাদের মতে, বর্তমানে টেস্ট ক্রিকেটের জগতে সবচেয়ে সফল বোলার হলেন রবিচন্দ্রন অশ্বিন। তার ক্ষমতা রয়েছে যেকোনো ধরনের পিচে ব্যাটসম্যানদের সমস্যায় ফেলার। এমন একজন উইকেট টেকার বোলারকে ছেড়ে কিভাবে রোহিত শর্মা সেরা একাদশ নির্বাচিত করলেন তা নিয়েও উঠেছে প্রশ্ন।

যদি ম্যাচের কথা বলি, তবে এদিন টসে হেরে ব্যাটিং করতে নেমে প্রথমেই পরপর তিন উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে অস্ট্রেলিয়া। তবে মিডিল অর্ডারে স্টিভ স্মিথ এবং হেডের অনবদ্য ইনিংসের সুবাদে বেশ অ্যাডভান্টেজে রয়েছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাটিং করতে নেমে ডেভিড ওয়ার্নার (৪৩), উসমান খোয়াজা (০) এবং মার্নাস ল্যাবুশান (২৬) রানে সাজঘরে ফিরলে স্মিথ এবং হেড অবিচ্ছেদ্য পার্টনারশিপে ২৫১ রান যুক্ত হয় অস্ট্রেলিয়ার খাতায়। দিনের শেষে অস্ট্রেলিয়া ৩ উইকেট হারিয়ে ৩২৭ রান সংগ্রহ করেছে। এদিকে, ৮৫ ওভার খেলা শেষে ভারতীয় বোলার হিসেবে মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ সামি এবং শার্দুল ঠাকুর একটি করে উইকেট পেয়েছেন।

About Author