Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bhojpuri Video: কাজলকে দেখে লোভ সামলাতে পারছেন না চিন্টু, জড়িয়ে ধরে দেদার ড্যান্স

বাইরে পরিবেশ যতই গরম হোক না কেন, অন্ধকার ঘরে আপনি বেসামাল হবেন ঠিকই যদি 'চুম্মা লে লেকে' (Chumma Le Leke) গানে চোখ রাখেন। এই ডিজিট্যাল যুগে প্রায় সকলেই বিভিন্ন সাইটে…

Avatar

বাইরে পরিবেশ যতই গরম হোক না কেন, অন্ধকার ঘরে আপনি বেসামাল হবেন ঠিকই যদি ‘চুম্মা লে লেকে’ (Chumma Le Leke) গানে চোখ রাখেন। এই ডিজিট্যাল যুগে প্রায় সকলেই বিভিন্ন সাইটে ভিজিট করেন। রিলস, শর্ট ভিডিও, মিউজিক ভিডিও, সিরিজ দেখেন, তাই এই মুহূর্তে যখন তখন, যেকোনো মিউজিক ভিডিও ভাইরাল হয়ে যেতে পারে। তাছাড়া, যারা ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির নিয়মিত দর্শক তাদের কাছে ভোজপুরি মিউজিক ভিডিও সবসময়ের জন্য হিট। সেরকমই, আবারও দর্শকদের এক ক্লিকে বাজিমাৎ করলো ‘চুম্মা লে লেকে’ (Chumma Le Leke) গানটি।

এই গানে অভিনয় করতে দেখা গিয়েছে ভোজপুরি অভিনেত্রী কাজল রাঘভানি এবং অভিনেতা প্রদীপ পান্ডেকে (চিন্টু)। দুজনেই এই ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা। দুজনের কেমিস্ট্রি সকলের নজর কেড়েছে। বহু দর্শক ‘চুম্মা লে লেকে’ (Chumma Le Leke) গানটি লাইক করেছেন। আর এতে করেই গানটি ফের ভাইরাল হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

‘চুম্মা লে লেকে’ গানটি ‘সাসুরা বড় সাতাওয়েলা’ (Sasura Bada Satawela) ছবির। নতুন করে মিউজিক ভিডিওটি আপলোড করা হয়েছে Enterr10 Rangeela নামের ইউটিউব চ্যানেলে।একই সময়ে, ভিডিওটিতে 925,033 ভিউ এসেছে।

অধিকাংশ মানুষ পছন্দ করছে মশলাদার ভিডিও দেখতে আর ঠিক এই কারণেই ভোজপুরি ভিডিওগুলো বারবার ভাইরাল হচ্ছে। কারণ, ভোজপুরি ইন্ডাস্ট্রির বেশিরভাগ সিনেমা ও মিউজিক ভিডিও বোল্ড এবং যৌনতার প্রতিচ্ছবি। এই গানেও, অভিনেত্রী যৌনতার সুড়সুড়ি দেওয়ার মতন ড্যান্স মুভ দেখিয়েছেন। যেখানে, কাজল একটি হলুদ শাড়ি পরেছেন, যাতে তাকে খুব হট দেখাচ্ছে এবং তার কিলার লুক দিয়ে মানুষকে ঘামিয়ে তুলছে। চাইলে আপনিও এমন মশলাদার মিউজিক ভিডিও দেখে শরীরে উত্তেজনা তৈরী করতে পারেন।

About Author