সম্প্রতি অভিনেত্রী নিজের যে ঝলকের সূত্র ধরে নেটদুনিয়ায় একাংশের মাঝে চর্চায় রয়েছেন, সেখানে অভিনেত্রীকে একটি সাধারণ লাল শাড়িতেই দেখা গিয়েছে। খোলা চুলে হালকা নুড মেকাপেই ছিলেন এদিন। মানানসই দুলে পরেছিলেন নাকছাবিও। গলায় অক্সিডাইজের হারও পরেছিলেন তিনি। বেশিরভাগ সময়ই অভিনেত্রী নিজের বোল্ড লুকের জন্য চর্চিত হন অধিকাংশের মাঝে, এবারেও অন্যথা ঘটেনি তার। তার শেয়ার করে নেওয়া এই সাম্প্রতিক ঝলকে অভিনেত্রীকে কালো ব্রালেটে শাড়ির আঁচল ওড়াতেই দেখা গিয়েছে। ফ্লন্ট করতে দেখা গিয়েছে ফিগারও। এদিন তার স্মোকি আই মেকাপ ঘায়েল করেছে নেটনাগরিকদের অধিকাংশকেই। সেই কথা অবশ্য আলাদাভাবে না ভললেও চলবে।
Namrata Malla: শাড়ির আঁচল উড়িয়ে তাপমাত্রা বাড়ালেন নম্রতা মাল্লা, ‘Uff’ বলছেন ভক্তরা
ভোজপুরি অভিনেত্রী নম্রতা মাল্লা জেনিত নিজের বোল্ড লুকের জন্য আবারো ভাইরাল হয়েছেন নেটমাধ্যমের পাতায়। ৩১ বছর বয়সেও তিনি প্রতিমুহূর্তে রীতিমতো উষ্ণতা ছড়ান তার ভক্তদের মনে। আগুন লাগিয়ে দেন নেটদুনিয়ার পাতাতেও।…

আরও পড়ুন