গরমে আরেকটু ক্যালোরি বার্ন করতে চাইলে চোখ রাখতে পারেন বোল্ড ওয়েব সিরিজের পাতায়। করোনা পরবর্তী সময়ে ডিজিটাল মার্কেটে ওয়েব সিরিজের রমরমা বেড়ে যায়। প্রায় প্রতিদিন কোনো না কোনো ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে। বিশেষত, বোল্ড ওয়েব সিরিজের সংখ্যা বেড়েই চলেছে দিনের পর দিন। মানুষ একাকী লাইফ সেলিব্রেট করে চলেছে যৌনতায় ভরপুর সিরিজের মধ্যে দিয়ে। অনেকেই কামনা বাসনা চরিতার্থ করেছেন এইসব অনলাইন স্ট্রিমিং এর হাত ধরে। তেমনই, আজকের ওয়েব সিরিজ হল – ওয়াকম্যান পার্ট ৩ (Walkman Part 3 web series on ULLU)। এই ওয়েব সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করছেন রিধিমা তিওয়ারি।
উল্লু, প্রাইম শট, কোকু ইত্যাদি জায়গায় প্রায় প্রতিদিন কোনো না কোনো ওয়েব সিরিজ রিলিজ করে। লালসায় ভরপুর সিরিজগুলোর ডিম্যান্ডও বেড়ে চলেছে দিনের পর দিন। যারা মাঝ বয়সী মানুষ তাদের হাতে হাতে ঘুরছে উল্লু, প্রাইম শট, কোকু ইত্যাদি প্ল্যাটফর্ম। কাজের ফাঁকে বা রাতের বিছানায় এই প্ল্যাটফর্মের সম্প্রচারিত ওয়েব সিরিজগুলো দাপিয়ে রাজ করছে। এই যেমন রিধিমা তিওয়ারি অভিনীত Walkman Part 3 এখন রীতিমত হিট সিরিজ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকী আছে এই সিরিজের তিন নম্বর পার্টে? এই ওয়েব সিরিজের প্রথম ও দ্বিতীয় পার্টে রয়েছে একাধিক ফ্যান্টাসি, ড্রামা এবং রোমান্সের ভরপুর দৃশ্য।
দিনদিন পরকীয়া, যৌন লালসা বেড়েই চলেছে মানুষের জীবনে। মানুষ কাবু হয়ে গিয়েছে কামনা বাসনার দিকে। স্বামী বা স্ত্রী একে অপরকে সন্তুষ্ট করতে না পারলে পর পুরুষ কিংবা পর স্ত্রী’র প্রতি ঝুঁকে যান, আর এতে করেই পরকীয়ার রমরমা শুরু হয়েছে। এই ওয়াকম্যান সিরিজেও দেখানো হয়েছে ভরপুর পরকীয়া আর যৌনতার উদ্যাম খেলা। গল্পে, নায়িকা রোশনি তার ফুফু দিয়ার কাছে জানায় যে তার স্বামী তাকে বিছানায় সন্তুষ্ট করতে পারে না। এরপর রোশনীর শ্যালিকা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের সাথে রোমান্স করে তার যৌন ইচ্ছা পূর্ণ হয়। আবার তার বন্ধুর স্বামীর সাথে পরকীয়া হয়। এইভাবেই চলতে থাকে গল্প। এখন দেখার হল এই সিরিজের তিন নম্বর পার্ট কতটা স্মার্ট হয়।