সম্প্রতি সোশাল মিডিয়ায় তার এই গানের ভিডিওটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এখনও পর্যন্ত এই ভিডিওটি লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। ছোট লেহেঙ্গায় রানির হট মুভস রাতের ঘুম উড়াতে বাধ্য, তাছাড়া এই গরমের সময় রানির কামুক ড্যান্স মুভস আপনার একস্ট্রা ক্যালরি বার্ন করতে পারে রাতের বিছানায়। প্রসঙ্গত, সমীক্ষা বলছে মধ্যে বয়সী পুরুষেরা ভোজপুরি ইন্ডাস্ট্রির একটা বড় সংখ্যক দর্শক। যদিও, ভোজপুরি ফিল্ম বা মিউজিক ভিডিওর প্রত্যেকটি প্রাপ্তবয়স্কদের জন্য, কিন্তু ৪৫ উর্দ্ধ পুরুষরা বারবার ক্লিক করছেন এই হট বোল্ড ভিডিওগুলোতে। চাইলে আপনিও এক নজরে ঘাম ছুটিয়ে নিতে পারেন রানির সঙ্গে।
Bhojpuri Video: রানী চ্যাটার্জী কোমর বাঁকিয়ে এমন নাচ করেছেন, দেখে ঘাম ঝরবে
রানি চ্যাটার্জির (Rani Chatterjee) নতুন করে কোনো পরিচয়ের প্রয়োজন নেই। গত কয়েক বছর ধরে তার নাম ও কাজ তাকে যথেষ্ট জনপ্রিয়তা ও পরিচিতি দিয়েছে। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই বঙ্গতনয়া রানি…

আরও পড়ুন