Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Virat Kohli: বিরাটের জন্যই চাপে থাকবে অস্ট্রেলিয়া, অকপটে স্বীকারোক্তি দিলেন ‘গুরু গ্রেগ’

এবার ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে নিয়ে প্রশংসায় ভাসলেন রোহিতদের প্রাক্তন গুরু গ্রেগ চ্যাপেল (Greg Chappell)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগেই অকপটে জানিয়ে দিলেন, মেগা ফাইনালে 'কিং কোহলি'-র জন্য প্যাট…

Avatar

এবার ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে নিয়ে প্রশংসায় ভাসলেন রোহিতদের প্রাক্তন গুরু গ্রেগ চ্যাপেল (Greg Chappell)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগেই অকপটে জানিয়ে দিলেন, মেগা ফাইনালে ‘কিং কোহলি’-র জন্য প্যাট কামিন্সের (Pat Cummins) দল চাপে থাকবে। শুরুতেই আমরা আপনাদের জানিয়ে রাখি, আগামী কাল থেকে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে টিম ইন্ডিয়া।

সেই ফাইনালে বিরাট কোহলিকে নিয়ে বেশ পড়াশুনা করতে হচ্ছে আইরিশদের একথা কার্যত প্রমাণ হলো ভারতের প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেলের কথোপকথনে। শুরুতেই আমরা আপনাদের জানিয়ে রাখি, আইপিএলের ইতিহাসে এক মরশুমে সর্বোচ্চ রানের স্কোরার বিরাট কোহলি বিগত বেশ কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ব্যর্থতার পরিচয় দিলেও চলতি আইপিএলে মোটের উপর বিস্ফোরক ব্যাটিং করেছেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আইপিএলে চলতি মরশুমে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় জায়গা পেয়েছিল তার নাম। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পূর্বে বিরাট কোহলির ব্যাটে রান যে যেকোনো দলের জন্য কতটা ভয়ানক হতে পারে তা কার্যত প্রমাণ করে দিলেন গ্রেগ চ্যাপেল।

এদিন গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন,’ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি সর্বদা অস্ট্রেলিয়ার বিপক্ষে রান করতে ভালোবাসেন। ইতিপূর্বে একাধিক লম্বা ইনিংস খেলেছেন তিনি। ওর ব্যাটিং গড় দেখলে আপনি অবশ্যই উপলব্ধি করবেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে ও। আমার ধারণা চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওভালের মাটিতে ব্যাটিং ঝড় তুলবেন বিরাট কোহলি।’

About Author