Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bhojpuri Hot Video: নরম খাটে গরম ছোঁয়ায় সুপার হট রানি-খেসারি লালের রসায়ন, দেখুন ভিডিও

ভোজপুরি ইন্ডাস্ট্রির নামকরা গায়ক ও নৃত্যশিল্পী খেসারি লাল যাদব (Khesari Lal Yadav) প্রতিদিন সোশ্যাল মিডিয়ার শিরোনামে থাকেন। লাইভ শোতে যেমন গান গেয়ে তিনি যেমন পরিচিতি পেয়েছেন তেমনই তার পুরনো গানের…

Avatar

ভোজপুরি ইন্ডাস্ট্রির নামকরা গায়ক ও নৃত্যশিল্পী খেসারি লাল যাদব (Khesari Lal Yadav) প্রতিদিন সোশ্যাল মিডিয়ার শিরোনামে থাকেন। লাইভ শোতে যেমন গান গেয়ে তিনি যেমন পরিচিতি পেয়েছেন তেমনই তার পুরনো গানের ভিডিও ফের ভাইরাল হতে শুরু করেছে একের পর এক। সম্প্রতি, ওয়েভ মিউজিক ভোজপুরি নামের ইউটিউব চ্যানেলে খেসারী লাল যাদবের সাথে রানি চ্যাটার্জির (Rani Chatterjee) একটি গানের ভিডিও ট্রেন্ডিং হয়ে উঠেছে।

ভোজপুরি দুনিয়ায় মিউজিক ভিডিও মানেই তাতে থাকবে রগরগে রোম্যান্স ও ভরপুর বোল্ড সিনের রমরমা। যারা ভোজপুরি দুনিয়ায় নিয়মিত দর্শক তাদের কাছে এই দৃশ্যগুলো মনোরঞ্জনের প্রধান উপকরণের মতন। তাই, যখনই, ভোজপুরি ইন্ডাস্ট্রির নামকরা গায়ক ও নৃত্যশিল্পী বা অভিনেতারা পর্দার সামনে আসেন তখনই সেটা হয়ে ওঠে হট অ্যান্ড বোল্ড পারফরম্যান্স।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি, খেসারী লাল যাদব ও রানি চ্যাটার্জির একটি মিউজিক ভিডিও সাড়া জাগিয়েছে নেট মাধ্যমের দর্শকদের। ‘তুট্টি খাতিয়া আজ কে রাতিয়া’ গানের উত্তেজনায় ভরপুর দৃশ্য রীতিমত ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়ায়। এই গানটি আপলোড করা হয়েছে ওয়েভ মিউজিক ভোজপুরি নামের ইউটিউব চ্যানেলে, যেখানে লাখ লাখ দর্শক ভিজিট করেছেন আর উপভোগ করেছেন খেসারী ও রানি চ্যাটার্জির রগরগে রোম্যান্স।

উল্লেখ্য, ভাইরাল গান ‘তুট্টি খাতিয়া আজ কে রাতিয়া’ এই মুহূর্তে বেশ ট্রেন্ডিং, এবং এই গানটি গেয়েছেন খেসারি লাল যাদব নিজেই এবং খুশবু জৈন। অভিনয়ে রয়েছেন রানি, গানের দৃশ্যে রানির পরনে ছিল একটি নীল ট্রান্সপারেন্ট শাড়ি। পুরো দৃশ্যটাই খাটে শট নেওয়া হয়েছে। খেসারী ও রানি র মাখোমাখো প্রেমের দৃশ্যে কাবু নেট জনতা, ঠিক এই কারণেই ক্রমশ বেড়ে চলেছে মিউজিক ভিডিওর দর্শক সংখ্যা। দেখুন গরম ভিডিওর নরম ঝলক।

About Author