সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে। ৮-৮০ প্রায় সকলেই সোশ্যাল মিডিয়াকে নিজেদের অবসরের সঙ্গী হিসেবে ধরে নিয়েছেন। আর এই অবস্থায় তারা নিজেদের বেশিরভাগ সময়টাই কাটিয়ে দেন এই সোশ্যাল মিডিয়ার পাতায়। আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিও নিজেদের নেটনাগরিকদের হতাশ করে না। প্ল্যাটফর্মগুলি প্রতিদিন প্রতিমুহূর্তে একাধিক বিনোদনমূলক ঝলক নিয়ে হাজির থাকে তাদের নেটজনতার সামনে। অবশ্য সেই প্রসঙ্গে সন্দেহের কোন অবকাশই নেই।
এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বহু মানুষ নিজেদের প্রতিভাকেও নিমেষের মধ্যে পৌঁছে দিতে পারেন লাখো মানুষের কাছে। পাশাপাশি এমন অনেকেই রয়েছেন যারা না চাইতেও নিজেদের প্রতিভার জোরেই সোশ্যাল মিডিয়ার হাত ধরে পৌঁছে যান সকলের মাঝে, প্রশংসিতও হন। এই মুহূর্তে ইনস্টাগ্রামের সূত্র ধরেই একটি ঝলক ভাইরাল হয়েছে, যেখানে এক মাঝবয়সী রাজমিস্ত্রি যুবককে মুক্তকণ্ঠে অরিজিৎ সিংয়ের গান দরদ দিয়ে গাইতে দেখা গিয়েছে, যা শুনে আপাতত মুগ্ধ নেটজনতার অধিকাংশ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now
সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি ইনস্টাগ্রামের ‘আটিস্ট জোন আইজি’ নামের পেজ থেকেই ভাইরাল হয়েছে। এই ঝলকে এই যুবককে খোলা কন্ঠে ফাঁকা ঘরে অরিজিৎ সিংয়ের গাওয়া ‘খামোশিয়া’ গানটি গাইতে শোনা গিয়েছে। কোন মিউজিক ছাড়াই খালি গলায় গানটি গেয়েছেন তিনি। নিজের কাজ করতে করতেই গানটি গাইছিলেন এই যুবক। ঝলকে তাকে দেখেই স্পষ্ট হয়েছে তিনি একজন দক্ষ রাজমিস্ত্রি। আর সেখানে উপস্থিত তারই কোন এক সহকর্মী তার এমন প্রতিভাকে ক্যামেরাবন্দি করে শেয়ার করে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। এই মুহূর্তে সেই ঝলক নজর কেড়েছে বহু মানুষের। মুগ্ধও হয়েছেন বহুজন। সেই মুগ্ধতার ঝলক ভাইরাল হওয়া ভিডিওর কমেন্টবক্সে নজর রাখলেই মিলবে। একাংশের মতে, প্রশিক্ষণ ছাড়া এমন কন্ঠের অধিকারী তিনি, যদি উপযুক্ত প্রশিক্ষণ পেতেন তবে আজ হয়তো প্রতিষ্ঠিত হতে পারতেন।