Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘ইয়ে দিল আশিকানা’ এর জীবিধা শর্মা ২১ বছর পর এতটা বদলে গেছেন, লোকেরা বলছেন, ‘এটা হতে পারে না’

গল্পগুজব এবং আলাপ-আলোচনার আড্ডাতে সর্বদা জায়গা করে নেয় বলিউড। ভারতের জনগণের মধ্যে বলি তারকাদের প্রতি ক্রেজটা একটু অন্যরকম। তাই তো ৯০ এর দশকে শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত আলোচনার…

Avatar

গল্পগুজব এবং আলাপ-আলোচনার আড্ডাতে সর্বদা জায়গা করে নেয় বলিউড। ভারতের জনগণের মধ্যে বলি তারকাদের প্রতি ক্রেজটা একটু অন্যরকম। তাই তো ৯০ এর দশকে শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে এই বলি ইন্ডাস্ট্রি। সোশ্যাল মিডিয়াতে চর্চার কেন্দ্রবিন্দুতে আসে তারকাদের ক্যারিয়ার থেকে শুরু করে ব্যক্তিগত জীবন সবকিছুই। কেউ অনেকগুলি সিনেমা করে জনপ্রিয়তা পায়, আবার কেউ এক দুটি সিনেমা করেই চর্চায় থাকেন। আজ থেকে ২১ বছর আগে বলিউডে রিলিজ করেছিল ‘ইয়ে দিল আশিকানা’ ছবিটি।

২০০২ সালের ‘ইয়ে দিল আশিকানা’ সিনেমার কথা সকল বলিউডপ্রেমীর মনে থাকার কথা। এতে মুখ্য ভূমিকায় ছিলেন করণ নাথ ও জীবিধা শর্মা। এই ছবির গানগুলি খুব বিখ্যাত ছিল এবং ছবিটিও লোকেদের খুব পছন্দ হয়েছিল। আজ, ছবিটি মুক্তির পর ২১ বছরেরও বেশি সময় হয়ে গেছে। স্বাভাবিকভাবেই, অভিনেত্রীকে দেখতে এখন অনেকটাই বদলে গেছে। আজকাল সোশ্যাল মিডিয়া দুনিয়াতে এই জীবিধা শর্মার বেশকিছু ছবি ব্যাপক ভাইরাল হচ্ছে, যা দেখে রীতিমত অবাক ফ্যানরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

জীবিধা শর্মা ইনস্টাগ্রামে খুব সক্রিয় থাকেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তার সুন্দর ছবিতে ভরপুর। আপনি দেখে অবাক হবেন যে ২১ বছর পরেও জীবিধাকে সমানভাবে তরুণ এবং গ্ল্যামারাস দেখাচ্ছে। জীবিধার ছবি দেখে মানুষ বলছেন, এত বছর পরেও কেউ আগের মতো দেখতে কি করে হতে পারে। ‘ইয়ে দিল আশিকানা’ অভিনেত্রী জীবিধা শর্মাকে খোলা চুলে লাল শাড়িতে দেখা যায়। জীবিধার এই ছবিটি সম্প্রতি অনুষ্ঠিত আইফা অ্যাওয়ার্ডের। এই ছবিতে জীবদাকে ক্যামেরার দিকে হাসতে হাসতে খুব কিউট লাগছে। এই ছবি দেখে অভিনেত্রীর প্রেমে পড়ে গেছেন সকলেই।

About Author