সাম্প্রতিক ঝলকে অভিনেত্রীকে আয়নার সামনে দাঁড়িয়েই নিজের এই রিল ভিডিওটি বানাতে দেখা গিয়েছে। এই ঝলকে অভিনেত্রীকে কালো ক্রপটপ ও ব্লু হট প্যান্টে দেখা গিয়েছিল। খোলা চুলে অভিনেত্রী নুড মেকাপ নিয়েছিলেন এদিন। গলায় পরেছিলেন একটি সুন্দর পেনডেন্টও। ফ্লন্ট করেছিলেন নিজের টোনড ফিগার, যা দেখার পর থেকে নজর সরাতে পারছেন না তার ভক্তরা। ঘুম উড়েছে নেটমহলের একাংশেরও। তার এই ঝলক নিঃসন্দেহে তাপমাত্রা বাড়িয়েছে সোশ্যাল মিডিয়ার। আপাতত, নিজের এই ঝলকের সূত্র ধরেই একাংশের মাঝে পুনরায় চর্চিত ভোজপুরি ইন্ডাস্ট্রির প্রথম সারির এই অভিনেত্রী।
Neelam Giri: ক্রপটপ ও হট প্যান্টে বোল্ড অভিনেত্রী নীলাম গিরি, আঘাত করলেন মানুষের হৃদয়ে
বর্তমান প্রজন্মের কাছে ভোজপুরি ইন্ডাস্ট্রির তারকারা এখন বেশ ভালই পরিচিত। সোশ্যাল মিডিয়ার হাত ধরেই যে তা সম্ভব হয়েছে, তা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। আজকের যুগে দাড়িয়ে সোশ্যাল মিডিয়ার…

আরও পড়ুন