এই মুহূর্তে অভিনেত্রী একেবারেই ভ্যাকেশন মুডে রয়েছেন। অভিনেত্রীর সাম্প্রতিক শেয়ার করে নেওয়া ঝলক দেখে সেকথাই স্পষ্ট হয়েছে সকলের কাছে। আপাতত, সমুদ্রের কাছাকাছি গোলাপি মনোকিনিতেই ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী। বলাই বাহুল্য, অভিনেত্রী শেয়ার করে নেওয়া এই ঝলক আপাতত ঘুম উড়িয়েছে তার অগণিত ভক্তমহলের। উষ্ণতা ছড়িয়েছে গোটা সোশ্যাল মিডিয়ার পাতাতে। হুঁসও উড়িয়েছে নেটমহলের একাংশের। আপাতত, গোধূলি বেলায় অভিনেত্রীর এই আবেদনময়ী রূপ মোহিত করেছে অধিকাংশকেই, যার একাধিক ঝলক অভিনেত্রীর শেয়ার করে নেওয়া ছবিগুলির কমেন্টবক্সেই মিলবে।
Anveshi Jain: সমুদ্রের জলে জলকেলিতে মত্ত অন্বেষী, গোলাপি মনোকিনিতে হুঁস ওড়ালেন অভিনেত্রী
অন্বেষী জৈন বর্তমান প্রজন্মের কাছে অন্যতম পরিচিত একটি মুখ। ওয়েব সিরিজ 'গান্দী বাত ২'এর সূত্র ধরেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। অন্বেষী বোল্ড অভিনেত্রী হিসেবেই পরিচিত বেশিরভাগের কাছে। সিরিজে বেশ…

আরও পড়ুন