এই মুহূর্তে সবুজ টু-পিসে সোশ্যাল মিডিয়ার পাতায় দেখা দিয়েছেন পুনাম পান্ডে। এদিন বটল গ্রীন বিকিনি ও ট্রান্সপারেন্ট লং মোজা পরেছিলেন অভিনেত্রী। খোলা চুলে হালকা মেকাপেই তুলেছিলেন ছবি। কোমরে হাত দিয়ে আবেদনময়ী রূপেই দেখা দিয়েছিলেন তিনি। নিজের ঘরেই তুলেছিলেন এই ছবি, তা অবশ্য ঝলক দেখেই স্পষ্ট হয়েছে। অভিনেত্রীর এই সাম্প্রতিক ঝলক রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে গোটা সোশ্যাল মিডিয়ার পাতায়। ঘুম উড়িয়েছে নিজের অগণিত ভক্তদেরও। আপাতত, অভিনেত্রী নিজের এই নজরকাড়া সাহসী লুকের সূত্র ধরেই পুনরায় চর্চিত হচ্ছেন মিডিয়ামহলের একাংশের মাঝে।
সবুজ টু-পিসে সেক্সি ফিগার দেখালেন Poonam Pandey, দীর্ঘশ্বাস ফেলেছেন ভক্তরা
পুনাম পাণ্ডে এই মুহূর্তে মিডিয়াতে বেশ ভালই চর্চায় রয়েছেন। কয়েকমাস আগে কঙ্গনা রানাউতের 'লক আপ'এও দেখা মিলেছিল এই অভিনেত্রীর। শেষপর্যন্ত এই রিয়্যালিটি শোতে ছিলেন তিনি। এই শোয়ের হাত ধরেই নিজের…

আরও পড়ুন