Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

IPL 2023 Final: ফের মন জিতলেন MSD, ট্রফি নিজে না নিয়ে তুলে দিলেন অবসরে যাওয়া আম্বাতি রায়ডুর হাতে

মহেন্দ্র সিং ধোনি মানে ক্রিকেটপ্রেমীদের কাছে একটি আবেগ, একটা ভালোবাসার গল্প, একটা উদ্দীপনা। তিনি যে ক্রিকেটপ্রেমীদের কাছে কি কারনে নিঃস্বার্থ ভালোবাসার ব্যক্তি তা আরও একবার প্রমাণ করলেন ২২ গজের ময়দানে।…

Avatar

মহেন্দ্র সিং ধোনি মানে ক্রিকেটপ্রেমীদের কাছে একটি আবেগ, একটা ভালোবাসার গল্প, একটা উদ্দীপনা। তিনি যে ক্রিকেটপ্রেমীদের কাছে কি কারনে নিঃস্বার্থ ভালোবাসার ব্যক্তি তা আরও একবার প্রমাণ করলেন ২২ গজের ময়দানে। চলতি বছর আইপিএল শুরু হওয়ার পূর্বে সমস্ত হাওয়ায় একটাই বাক্য প্রচলিত ছিল, অবসর নেবেন মহেন্দ্র সিং ধোনি। সত্যিই গতকাল অবসর নেওয়ার জন্য মঞ্চ ছিল পুরোপুরি প্রস্তুত। চ্যাম্পিয়ন হয়ে ক্রিকেটকে বিদায় জানানোর মত সম্মান ছিল তার হাতের মুঠোয়। তবুও সেই সম্মানের স্রোতে নিজে না ভেসে ভাসিয়ে দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আম্বাতি রাইডুকে।

যার ফলে বিভিন্ন মাধ্যমে আলোচিত হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। বিশাল সম্মানের সাথে ক্রিকেটকে বিদায় জানানোর সুযোগ থাকলেও ক্যাপ্টেন কুল সেই সুযোগ তুলে দিলেন আম্বাতি রাইডুর হাতে। গতকাল বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আইপিএলের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ রান তাড়া করে শিরোপা জয়ের স্বাদ পেয়েছে চেন্নাই সুপার কিংস। যখন জয়ী দলের হাতে শিরোপা তুলে দেওয়ার জন্য ঘোষণা করা হয় তখন নিজে পেছনে দাঁড়িয়ে থেকে আম্বাতি রাইডুকে মঞ্চে এগিয়ে দেন মহেন্দ্র সিং ধোনি। লাখো সামর্থকের সামনে আম্বাতি রাইডুর অবসরকে স্মরণীয় করে রাখার জন্য মহেন্দ্র সিং ধোনির এই ত্যাগ তাকে আবারও বিশ্বের সেরা নেতা প্রমাণ করেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আপনাদের জানিয়ে রাখি, আইপিএলের ফাইনাল ম্যাচ খেলতে নামার আগে আম্বাতি রাইডু সমস্ত প্রকার ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। তিনি এক টুইট বার্তায় লেখেন,”দু’টি বড় টিম এমআই এবং সিএসকে, ২০৪টি ম্যাচ, ১৪ সিজন, ১১টি প্লে অফের ম্যাচ, ৮টি ফাইনাল, ৫টি ট্রফি। আশা করি আজ রাতেই হবে ষষ্ঠতম। এটা দারুণ এক যাত্রা। আমি সিদ্ধান্ত নিয়েছি যে, আজকের রাতের ফাইনাল ম্যাচই হবে আইপিএলে আমার শেষ খেলা। আমি সত্যিই এই অসাধারণ টুর্নামেন্টে খেলাটা উপভোগ করেছি। সবাইকে ধন্যবাদ। নো ইউ টার্ন।”

ফলে আম্বাতি রাইডুকে বিশেষ সম্মান জানানোর জন্য মহেন্দ্র সিং ধোনির মহান ত্যাগ তাকে আবারও বিশ্বের সেরা অধিনায়ক প্রমাণ করেছে। উল্লেখ্য, ইতিপূর্বে একাধিকবার দেখা গেছে দলের তরুণ ক্রিকেটারের হাতে শিরোপা তুলে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। নিজে পিছনে থেকে দলকে উৎসাহিত করার এই কৌশল মহেন্দ্র সিং ধোনিকে যে কোন অধিনায়কের সাথে বিশেষ পার্থক্য গড়ে তোলে বলে মনে করছেন ক্রিকেট প্রেমীরা।

About Author