Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাত্র ১৯,০০০ টাকায় বাড়ি নিয়ে যান ফেভারিট Bajaj Pulsar 150, জেনে নিন সম্পূর্ণ অফার

বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনে দিয়েছে। বাইক কিনতে যাওয়ার আগে তাই অনেকেই দ্বন্দ্বে পড়েন কোন বাইক কিনবেন বা কোন বাইক বেশি ভালো হবে। আর আজকালকার…

Avatar

বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনে দিয়েছে। বাইক কিনতে যাওয়ার আগে তাই অনেকেই দ্বন্দ্বে পড়েন কোন বাইক কিনবেন বা কোন বাইক বেশি ভালো হবে। আর আজকালকার দিনে একাধিক কোম্পানি মধ্যবিত্তদের কথা মাথায় রেখে বিভিন্ন বাজেট মূল্যের বাইক ভারতীয় বাজারে লঞ্চ করছে। এই বাজেট মূল্যের বাইকের তালিকায় সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় বাজাজ কোম্পানিটি। এই কোম্পানিগুলির কম মূল্যের বাইকেও অসাধারণ সমস্ত ফিচার এবং ব্যাপক মাইলেজ পাওয়া যায়। একসময় বাজাজ পালসার বাইকের জনপ্রিয়তা মন জয় করে নিয়েছিল সমস্ত স্তরের মানুষের।

দীর্ঘদিন ধরে ভারতের বাজারে ব্যাপক জনপ্রিয় এই Bajaj Pulsar বাইক। এর ১৫০ সিসি ভ্যারিয়েন্ট একসময় সেগমেন্টের সেরা ছিল। বাজেট মূল্য, পাশাপাশি ব্যাপক মাইলেজ ও স্পোর্টিং লুকের জন্য এই বাইক পছন্দ ছিল সকল বয়সের মানুষের। কয়েকবছর আগে এই বাইক সেরা চয়েজ ছিল সকলের। বর্তমানে মার্কেটে ওই ১৫০ সিসি সেগমেন্টে অনেক বাইক লঞ্চ করলেও একফোঁটা জনপ্রিয়তা ক্ষুণ্ণ হয়নি Bqjaj Pulsar 150 এর। এর বাইকের দাম ১.০২ লাখ টাকা। এর অনরোড মূল্য ১.১২ লাখ টাকা। আপনার কাছে যদি নতুন কেনার বাজেট না থাকে, তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Bikedekho ওয়েবসাইটে নথিভুক্ত আছে একটি Bajaj Pulsar 150। এই বাইকটি ২০১০ মডেলের। এটি খুব ভালো কন্ডিশনে রয়েছে। খুব একটা বেশি চলেও নি এই বাইক। এটি আপনাকে কিনতে খরচ করতে হবে মাত্র ১৯,০০০ টাকায়। এছাড়া OLX ওয়েবসাইটে আরেকটি ২০১০ মডেলের বাইক রয়েছে যা কিনতে আপনাকে খরচ করতে হবে মাত্র ২১,০০০ টাকা। আর সেরা ডিলের কথা বলতে গেলে ২০১২ মডেলের এই বাইক আছে Quikr ওয়েবসাইটে। এটি খুব ভালো কন্ডিশনে রয়েছে। এই বাইকটি কিনতে আপনাকে মাত্র ২৩,০০০ টাকা খরচ করতে হবে।

About Author