Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Old 2 Rs Note: এই 2 টাকার নোট বিক্রি করেই মানুষ কোটিপতি হচ্ছে, জেনে নিন কী বিশেষত্ব

এই মুহূর্তে সকলেই একটু বেশি ইনকাম করতে চান এবং এই বেশি ইনকাম করার একাধিক রাস্তা সন্ধান করতেই থাকেন। তবে তাদের জন্যই আজকে আমরা নিয়ে এসেছি এমন একটি পদ্ধতি যার ব্যাপারে…

Avatar

এই মুহূর্তে সকলেই একটু বেশি ইনকাম করতে চান এবং এই বেশি ইনকাম করার একাধিক রাস্তা সন্ধান করতেই থাকেন। তবে তাদের জন্যই আজকে আমরা নিয়ে এসেছি এমন একটি পদ্ধতি যার ব্যাপারে হয়তো তারা জানবেন না। সোনার কাছে যদি পুরনো কিছু নোট এবং কয়েন থাকে তাহলে আপনিও প্রচুর টাকা রোজগার করতে পারবেন এই নোট দিয়ে। এটা লটারি পাওয়ার থেকেও বড় একটা বিষয়। সম্প্রতি এরকম একটি খবর সামনে এসেছে যার মাধ্যমে পুরনো নোট বিক্রি করে আপনি কয়েক লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন।

আপনারা নিশ্চয়ই প্রায়ই দেখেছেন মানুষের বাড়িতে পুরনো নোট কত ভালোভাবে রাখা হয়! অনেক সময় মানুষ তাকে ভাগ্যবান মনে করে তার পূজাও করে! তাই আপনারও যদি এই ধরনের কোনো শখ থাকে তাহলে নিশ্চয়ই আপনার কাছে এরকম কিছু নোট আছে। এই নোট আপনি অনলাইন পোর্টালে সেগুলি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারেন। আমাদের দেশে এরকম অনেক পোর্টালও আছে, যেখানে আপনি পুরানো ২ টাকার নোট তালিকাভুক্ত করে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারেন!

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এভাবে ইউনিক নোট বিক্রি করুন

নোট বিক্রি করতে, আপনাকে প্রথমে ইবেতে বিক্রেতা হিসাবে নিজেকে নিবন্ধন করতে হবে।

এর পরে, এমন একটি ইউনিক নোটের উভয় দিকের ছবি ক্লিক করুন এবং এটি আপলোড করুন ওই ওয়েবসাইটে।

এর পর আপনার মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিন।

ওয়েবসাইট দ্বারা প্রদত্ত তথ্য যাচাই করুন।

এবারে, যারা কিনতে চান তারা আপনার সাথে যোগাযোগ করবেন।

তবে, এই নোট কিন্তু হতে হবে একেবারে ইউনিক। যে নোট আপনি লিস্ট করবেন, তাতে ‘৭৮৬’ লেখা থাকতে হবে। এ ছাড়া এই নোটের রং হতে হবে গোলাপি। এর সাথে, এই অনন্য নোটটিতে প্রাক্তন আরবিআই গভর্নর মনমোহন সিংয়ের স্বাক্ষরও থাকা উচিত।

About Author