Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দক্ষিন আফ্রিকাকে ফলো-অন করিয়েও চালকের আসনে ভারত! জানুন স্কোরকার্ড

পুনেতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্টের প্রথম ইনিংসে বিরাট(২৫৪), আগারওয়াল(১০৮),পূজারা(৫৮), রাহানে(৫৯), জাদেজা(৯১) রানের ওপর ভিত্তি করে ৫ উইকেটে ৬০১ রান করে। তারপর অধিনায়ক এত বিশাল স্কোর প্রতিপক্ষ দলের কাছে রেখে…

Avatar

পুনেতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্টের প্রথম ইনিংসে বিরাট(২৫৪), আগারওয়াল(১০৮),পূজারা(৫৮), রাহানে(৫৯), জাদেজা(৯১) রানের ওপর ভিত্তি করে ৫ উইকেটে ৬০১ রান করে। তারপর অধিনায়ক এত বিশাল স্কোর প্রতিপক্ষ দলের কাছে রেখে ডিক্লেয়ার ঘোষণা করেন।

তারপর ভারতের দুর্ধর্ষ বোলিং এ খড়কুটোর মত উড়ে যায় দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ। দক্ষিণ আফ্রিকা ২৭৫ রানে অলআউট হয়ে যায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রথম ইনিংসে বড় রানে এগিয়ে থাকার সুবাদে দক্ষিণ আফ্রিকাকে ফলো-অন করালো ভারত। অর্থাৎ প্রথম ইনিংসের নিরিখে ৩২৬ রানের বিশাল ব্যবধানে এগিয়ে থাকে টিম ইন্ডিয়া।

ভারতীয় দলের তরফে জানিয়ে দেওয়া হয়, তৃতীয় দিনের শেষে কোনো সিদ্ধান্তে উপনীত না হওয়ায় চতুর্থ দিনের শুরুতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে দেওয়া হয়েছে। কিন্তু তার পরেও এখনো চালকের আসনে বসে আছে ভারত। ইশান্ত ও উমেশ যাদব এর দুর্দান্ত বোলিং এ দিনের শুরুতেই ২ উইকেট হারিয়েছে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার বর্তমান স্কোর ২ উইকেট হারিয়ে ৫৫। এবার শুধু দেখার এরকম সুযোগ পাওয়ার পরেও দক্ষিণ আফ্রিকা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে কিনা।

About Author