Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Rohit Sharma: IPL হোক কিংবা আন্তর্জাতিক ম্যাচ, প্রয়োজনের সময় সর্বদা ব্যর্থ রোহিত! ক্ষোভ উগরালেন হেডেন

আজ টাটা আইপিএল ২০২৩-এর ফাইনাল ম্যাচে শক্তিশালী চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে গুজরাট টাইটান্স। আইপিএলের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে শক্তিশালী মুম্বাইকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন…

Avatar

আজ টাটা আইপিএল ২০২৩-এর ফাইনাল ম্যাচে শক্তিশালী চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে গুজরাট টাইটান্স। আইপিএলের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে শক্তিশালী মুম্বাইকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে হার্দিক পান্ডিয়ার গুজরাট। তবে প্লে-অফে মুম্বাই ইন্ডিয়ান্সের লজ্জাজনক পরাজয়, মেনে নিতে পারছেন না দলটির সমর্থকরা। পাশাপাশি এলিমিনেটর ম্যাচে অধিনায়ক রোহিত শর্মার ব্যর্থ পারফরমেন্স হতাশ করেছে তার ভক্তদেরও।

শুরুতে আমরা আপনাদের বলি, চলতি আইপিএলের দ্বিতীয় কোয়াটার ফাইনাল ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে প্রথমে ব্যাটিং করে ২৩৩ রানের পাহাড় গড়ে গুজরাট টাইটান্স। যে রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র ১৭১ রানে অল-আউট হয়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। ফলে ৬২ রানের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে নেয় হার্দিক পান্ডিয়ারা।
Rohit Sharma: IPL হোক কিংবা আন্তর্জাতিক ম্যাচ, প্রয়োজনের সময় সর্বদা ব্যর্থ রোহিত! ক্ষোভ উগরালেন হেডেন

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এদিকে কোয়ার্টার ফাইনাল ম্যাচে রোহিত শর্মার হতাশা জনক পারফরম্যান্স দেখে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমান সময়ের জনপ্রিয় ধারাভাষ্যকার ম্যাথিউ হেডেনও তীব্র সমালোচনা করেছেন। তিনি এদিন বলেন,’রোহিত শর্মা এমন একজন ক্রিকেটার, যিনি দলের প্রয়োজনের সময় কখনও নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারেননি। হোক সেটি আইপিএল অথবা আন্তর্জাতিক ক্রিকেট, দলের প্রয়োজনের সময় সর্বদাই ব্যর্থ হয়েছেন তিনি।’

আমরা আপনাদের জানিয়ে রাখি, বিগত দুই বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে ব্যর্থ পারফরম্যান্স করছেন রোহিত শর্মা। এবার সেই ধারাবাহিকতা আইপিএলের মঞ্চেও ধরে রাখলেন তিনি। আইপিএলের ইতিহাসে সর্বাধিক ‘গোল্ডেন ডাক’ পাওয়ার পাশাপাশি ১৬ ম্যাচে ২০.৭৫ গড়ে মাত্র ৩৩২ রান সংগ্রহ করেছেন তিনি। এই সময় তার ব্যাট থেকে সর্বোচ্চ ৬৫ রানের ইনিংসটি এসেছিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে।

About Author