বাজেট মূল্যের চার চাকার চাহিদা এখন তুঙ্গে দেশজুড়ে। তাই একাধিক কোম্পানি ভালো মাইলেজ এবং বাজেট মূল্যের গাড়ি বাজারে আনার চেষ্টা করছে। এই টার্গেটেড মার্কেটে এখন রাজ করছে মারুতি সুজুকি। টাটা মোটরস, হুন্ডাই ও মাহিন্দ্রার মত ব্র্যান্ডকে পিছনে ফেলে দিয়ে এখন জনপ্রিয়তার শীর্ষে মারুতি সুজুকি। এই কোম্পানির বাজেট রেঞ্জে WagonR বা Alto এর জুড়ি মেলা ভার। তবে বাজেট মূল্যের মধ্যেই এবার নতুন একটি গাড়ি আনছে মারুতি সুজুকি।
মারুতি সুজুকি কোম্পানি এই গাড়ি প্রসঙ্গে অফিসিয়াল কোনো বিবৃতি দেয়নি এখনও। এই গাড়ির নাম মারুতি সুজুকি Hustler। মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই গাড়ি কোম্পানির সবচেয়ে বেশি ফিচারওয়ালা গাড়ি হবে। অনেক অত্যাধুনিক প্রযুক্তিতে ঠাসা থাকলেও, এর দাম খুব একটা বেশি হবে না। এই গাড়ি ভারতে না এলেও অনেক দেশেই চলছে বর্তমানে। এই গাড়ির জনপ্রিয়তা অন্য মাত্রায় গ্রাহকদের মধ্যে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowমনে করা হচ্ছে এই গাড়িতে ৬৫৮ সিসি এর একটি ইঞ্জিন পাওয়া যাবে ৫২ PS পাওয়ার ও ৫১ HP টর্ক উৎপন্ন করবে। এছাড়া এর একটি টার্বো চার্জ ভ্যারিয়েন্ট থাকবে। এতে বড় ডিজিটাল ডিসপ্লে, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল স্পিডোমিটার, ইঞ্জিন ইন্ডিকেটর, ব্যাটারি ইন্ডিকেটর ইত্যাদি থাকবে। এবার বড় প্রশ্ন এটাই যে এই গাড়ির দাম কত? মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই নতুন Maruti Suzuki Hustler ৭ লাখের কাছাকাছি মূল্যে ভারতীয় বাজারে লঞ্চ করবে এবং এই গাড়িটি চলতি বছরে দিওয়ালির সময় আসতে পারে।