শেয়ার করে নেওয়া ঝলকের প্রথমে উরফির এক ঝলক মিলেছে। পরবর্তী ঝলকেই চ্যাং হি কিমকে উরফির একটি সাজ নকল করতে দেখা গিয়েছে। ঝলকে এই আমেরিকান ডিজিটাল ক্রিয়েটরকে উরফির মতো নিজের জিন্স কেটে টপ বানিয়ে পরতে দেখা গিয়েছে। পাশাপাশি নিজের ঘরেই ক্যাটওয়ার্ক করেছিলেন তিনি। ক্যাপশনে লিখেছিলেন, তার পোষ্য বিড়ালও এই সাজ মেনে নিতে পারছে না।আর এই ঝলক সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হওয়ার পর থেকেই নেটজনতার থেকে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। তবে বেশিরভাগের মত, এক্ষেত্রে বিড়ালটিকে নিয়েই কথা হোক, তার ভাবভঙ্গি খুবই সত্যি ছিল, সে ভাবতেও পারেনি এমন দৃশ্য তাকে দেখতে হবে। আবার কেউ লিখেছেন, তিনি ভাবছেন জিন্সটা নিশ্চয়ই পুরনো ছিল। আবার কেউ অসহনীয় বলেই দাবি করেছেন এই সাজটিকে।
Urfi: উরফির সাজ নকল করে এখন চর্চায় এই আমেরিকান ডিজিটাল ক্রিয়েটর, কি বলছে নেটজনতা!
বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে…

আরও পড়ুন