Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bad News For Ajay Devgan: ঘনিষ্ঠ বন্ধুর প্রয়াণে ভেঙে পড়েছেন অজয় দেবগন, মনের জোর দিচ্ছেন কাজল

অজয় দেবগন বলিউডের অন্যতম প্রথম সারির অভিনেতা। সেই ৯০ দশকের শুরু থেকে এখনো পর্যন্ত ইন্ডাস্ট্রিতে নিজের রাজত্ব কায়েম রেখেছেন তিনি। একাধিক হিট ছবি উপহার দিয়েছেন নিজের দর্শকদের। পর্দায় কাজ করেছেন…

Avatar

অজয় দেবগন বলিউডের অন্যতম প্রথম সারির অভিনেতা। সেই ৯০ দশকের শুরু থেকে এখনো পর্যন্ত ইন্ডাস্ট্রিতে নিজের রাজত্ব কায়েম রেখেছেন তিনি। একাধিক হিট ছবি উপহার দিয়েছেন নিজের দর্শকদের। পর্দায় কাজ করেছেন বহু নামিদামি তারকাদের সাথেও। অবশ্য সেকথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। তবে বর্তমানে শুধুমাত্র একজন অভিনেতা হিসেবে নয়, ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় ফিল্ম প্রডিউসর, ডিরেক্টর ও এডিটর হিসেবেও নাম রয়েছে তার।

মিডিয়ার পাতায় প্রায়ই কাজের সূত্র ধরে হোক কিংবা ব্যক্তিগত জীবনের সূত্র ধরে চর্চায় থাকেন অভিনেতা। বর্তমানে নিজের মেয়ে নাইসার সূত্র ধরেও প্রায়ই মিডিয়ার পাতায় চর্চায় থাকেন অভিনেতা। তবে বর্তমানে একেবারে ভিন্ন একটি কারণের সূত্র ধরেই মিডিয়ার পাতায় চর্চায় উঠে এসেছেন তিনি। মিডিয়া সূত্রে জানা গিয়েছে, অভিনেতার উপর শোকের পাহাড় ভেঙে পড়েছে। এই মুহূর্তে এক ঘনিষ্ঠ বন্ধুর প্রয়াণের শোকেই শোকোস্তব্ধ অভিনেতা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

রে স্টিভেনসন হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। বলিউড থেকে শুরু করে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে একাধিক কাজ করেছেন তিনি। থার ছবিতে স্টিভেনসনকে অভিনয় করতে দেখা গিয়েছিল। অস্কার প্রাপ্ত ছবি আরআরআর’এও নেতিবাচক চরিত্রে দুর্দান্ত নজরকাড়া অভিনয় করেছিলেন তিনি। তবে সম্প্রতি তার প্রয়াণের খবর প্রকাশ্যে এসেছে। আর সেই খবর পেয়েই মানসিকভাবে ভেঙে পড়েছেন অজয় দেবগন। নিজের ঘনিষ্ঠ বন্ধুর হঠাৎ এমন চলে যাওয়ার খবর পেয়ে শোকোস্তব্ধ তিনি। পাশে পেয়েছেন স্ত্রী কাজলকেও। এমন কঠিন সময়ে অভিনেতাকে মনের জোর দিচ্ছেন তিনি। আপাতত, রে স্টিভেনসনের প্রয়াণে শুধুমাত্র অজয় দেবগন নন, ইন্ডাস্ট্রির একাধিক তারকারাই শোকোস্তব্ধ হয়ে পড়েছেন।

About Author