Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

IPL 2023: ‘আমরা প্লে-অফে পৌঁছানোর যোগ্য নই’, GT-র বিপক্ষে হেরে ময়নাতদন্ত করলেন ডু’প্লেসিস

দেখতে দেখতে আইপিএলের ১৬টি মরশুম পার করে ফেলল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। তবুও আইপিএলের শিরোপা জয়ের স্বপ্ন সত্যি হলো না কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলির। চলতি বছর ভারতীয় প্রিমিয়ার লিগের যাত্রাটা ভালোভাবে…

Avatar

দেখতে দেখতে আইপিএলের ১৬টি মরশুম পার করে ফেলল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। তবুও আইপিএলের শিরোপা জয়ের স্বপ্ন সত্যি হলো না কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলির। চলতি বছর ভারতীয় প্রিমিয়ার লিগের যাত্রাটা ভালোভাবে শুরু করলেও পরিসমাপ্তি ঘটলো দুঃস্বপ্নের মত। গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে গুজরাটের বিপক্ষে লজ্জাজনকভাবে হেরে কার্যত আইপিএলের প্লে-অফের লড়াই থেকে বিদায় নিল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর।

এদিন আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাটের বিপক্ষে ৬ উইকেটে পরাজিত হওয়ার পর ব্যাঙ্গালোরের অধিনায়ক ডু প্লেসিস বড় মন্তব্য করেছেন। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘চলতি আইপিএলে আমরা মোটেও ভালো টিম ছিলাম না। শিরোপা জয়ের মতো সামর্থ্য অন্তত আমাদের দলের ছিল না। তবে কয়েকজন ক্রিকেটার খুবই ভালো পারফরমেন্স করেছেন। মূলত তাদের জন্য শেষ পর্যন্ত আমরা লড়াই করার শক্তি পেয়েছি। তবে শিরোপা জয় করার মতো শক্তিশালী দল আমাদের নেই।’
IPL 2023: 'আমরা প্লে-অফে পৌঁছানোর যোগ্য নই', GT-র বিপক্ষে হেরে ময়নাতদন্ত করলেন ডু'প্লেসিস

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আমরা আপনাদের জানিয়ে রাখি, আইপিএলের সূচনা লগ্ন থেকে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর অংশগ্রহণ করছে। তবে তিনবার ফাইনাল খেললেও শিরোপা জয়ের স্বপ্ন সার্থক হয়নি দলটির। চলতি আইপিএলে ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্টস টেবিলের পঞ্চম স্থানে নিজেদের আইপিএল যাত্রা সমাপ্ত করেছে বিরাট কোহলিরা। তবে এই নিবন্ধে আমরা আপনাদের জানিয়ে রাখি, আইপিএলের ইতিহাসে একটি বারের জন্য শিরোপা হওয়ার জন্য না করলেও যেকোনো সফল দলের চেয়ে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের সমর্থক সংখ্যা ঢের বেশি। উল্লেখ্য, আজ আইপিএলের প্রথম প্লে-অফ ম্যাচে শক্তিশালী গুজরাটের বিপক্ষে মাঠে নামবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

About Author