Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Sunil Gavaskar: ‘সে প্রস্তুত, এখন যথেষ্ট সুযোগ দিতে হবে’, যশস্বী জসওয়ালকে নিয়ে বড় মন্তব্য করলেন গাভাস্কর

চলতি আইপিএলের শুরুটা দুর্দান্ত করলেও হতাশা জনক ভাবে শেষ হলো রাজস্থান রয়্যালসের যাত্রা। শেষ ম্যাচে শক্তিশালী পাঞ্জাবকে পরাজিত করেও প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেল সঞ্জু স্যামসনের দলটি। আইপিএলের প্রথম শিরোপা…

Avatar

চলতি আইপিএলের শুরুটা দুর্দান্ত করলেও হতাশা জনক ভাবে শেষ হলো রাজস্থান রয়্যালসের যাত্রা। শেষ ম্যাচে শক্তিশালী পাঞ্জাবকে পরাজিত করেও প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেল সঞ্জু স্যামসনের দলটি। আইপিএলের প্রথম শিরোপা জয়ী এই দলটি চলতি আইপিএলে ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্টস টেবিলের পঞ্চম স্থানে নিজেদের যাত্রা শেষ করেছে। সরাসরি প্লে-অফে পৌঁছাতে না পারলেও বাকি দলগুলির পারফরম্যান্সের ওপর নির্ভর করছে রাজস্থান রয়্যালসের ভাগ্য।

তবে চলমানরত আইপিএলে নিজের পারফরমেন্স দিয়ে ক্রিকেটপ্রেমীদের অকুন্ঠ ভালোবাসা পেয়েছেন রাজস্থানের তরুণ ওপেনিং ব্যাটসম্যান যশস্বী জসওয়াল। প্রতি ম্যাচে নিজের বিধ্বংসী ব্যাটিংয়ের মাধ্যমে রাজস্থানকে দুর্দান্ত স্থানে পৌঁছাতে যথাযথ ভূমিকা রেখেছেন ২০ বছরের এই ক্রিকেটার। ভারতের অভিজ্ঞ ক্রিকেটার শচীন টেন্ডুলকার থেকে শুরু করে সুনীল গাভাস্কার, যশস্বী জসওয়ালের প্রশংসায় ভেসেছেন প্রত্যেকেই। প্রাক্তন ক্রিকেটারের পাশাপাশি যশস্বী জসওয়ালের ভক্ত হয়ে পড়েছেন একাধিক ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
Sunil Gavaskar: 'সে প্রস্তুত, এখন যথেষ্ট সুযোগ দিতে হবে', যশস্বী জসওয়ালকে নিয়ে বড় মন্তব্য করলেন গাভাস্কর

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যদি চলতি আইপিএলে যশস্বী জসওয়ালের পারফরমেন্সের কথা বলি, তবে এখনও পর্যন্ত তিনি ১৪ ম্যাচে ৪৮.০৮ গড়ে ১৬৩.৬১-এর দুর্দান্ত স্ট্রাইক রেটে ৬২৫ রান করেছেন। ফলে স্বাভাবিকভাবেই তিনি ভারতের জাতীয় দলের অংশ হতে পারেন বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। এবার যশস্বী জসওয়াল তথা  ক্রিকেটপ্রেমীদের সমর্থনে মাঠে নেমে পড়লেন ভারতের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কর।

এদিন সুনীল গাভাস্কর বলেন,”টি-টোয়েন্টি ক্রিকেটে যদি একজন ক্রিকেটার ২০-২৫ বলে ৩৫-৪৫ রান করেন, তবে সেই ক্রিকেটারকে সময়ের সেরা ব্যাটসম্যান বলা যেতে পারে। তবে একজন ক্রিকেটার যিনি ওপেনিং করতে নেমে ১৫ ওভার পর্যন্ত খেলার সক্ষমতা রাখেন এবং ব্যক্তিগত শতক করে মাঠ ত্যাগ করেন, তবে তাকে সময়ের মহান ক্রিকেটার বলা যেতে পারে। এই মুহূর্তে যশস্বী জসওয়াল যেমন ফর্মে আছেন, তাতে তিনি অবশ্যই ভারতীয় দলের ক্যাপ পাওয়ার যোগ্য উত্তরসূরী। জাতীয় দলের জন্য নিজের মঞ্চ প্রস্তুত করে ফেলেছে ও, এখন শুধু সুযোগের অপেক্ষা।”

About Author