Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রচুর শূন্যপদে নিয়োগ SBI এর, ৪২ বছর বয়সেও করা যাবে আবেদন, বেতন মাসিক ৭৮,০০০ টাকা

গোটা দেশে একটি ভালো চাকরি পাওয়া আজকালকার দিনে ক্রমেই দুষ্কর হয়ে পড়ছে। অনেক শিক্ষিত হওয়া সত্ত্বেও সেই যোগ্যতার চাকরি পাচ্ছেন না অনেকেই। তবে এই চাকরির আকালের বাজারে নতুন ধরনের চাকরির…

Avatar

গোটা দেশে একটি ভালো চাকরি পাওয়া আজকালকার দিনে ক্রমেই দুষ্কর হয়ে পড়ছে। অনেক শিক্ষিত হওয়া সত্ত্বেও সেই যোগ্যতার চাকরি পাচ্ছেন না অনেকেই। তবে এই চাকরির আকালের বাজারে নতুন ধরনের চাকরির প্রস্তাব নিয়ে এল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই। ইতিমধ্যেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশেষজ্ঞ ক্যাডার অফিসার পদের জন্য নিয়োগ বেরিয়েছে SBI এর তরফে। এমতাবস্থায় সরকারি চাকরির জন্য প্রস্তুত তরুণদের জন্য রয়েছে বিরাট সুযোগ।যারা ব্যাঙ্কিং সেক্টরে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে এই নোটিশ খুবই গুরুত্বপূর্ণ। শূন্যপদে নিয়োগের জন্য তরুণরা ৫ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীদের স্নাতক হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি চাকরি খুঁজছেন, তাহলে আপনি SBI ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট, sbi.co.in-এ গিয়ে 5 জুন পর্যন্ত আবেদন করতে পারেন। এই নিয়োগে নথি যাচাইয়ের পরে, আবেদনকারীদের ইন্টারভিউ রাউন্ডের জন্য আমন্ত্রণ জানানো হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে হবে চাকরি।১৮ বছর থেকে ৪২ বছর বয়সী লোকেরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এতে সাধারণ, ওবিসি, ইডব্লিউএস বিভাগের প্রার্থীদের আবেদনের জন্য ৭৫০ টাকা ফি দিতে হবে। অন্যদিকে, তফসিলি উপজাতি, তফসিলি জাতি এবং PWD প্রার্থীদের কোনো আবেদন ফি দিতে হবে না। এই চাকরির বেতন মাসিক ৩৬,০০০ টাকা থেকে ৭৮,২৩০ টাকা পর্যন্ত। কি করে করবেন এই চাকরির জন্য আবেদন? জেনে নিন এই প্রতিবেদনের শেষ অংশে।SBI এর চাকরিতে আবেদন করতে প্রথমে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট, sbi.co.in-এ যানএরপর হোম পেজে ক্যারিয়ার অপশনে ক্লিক করুনসেখানে SBI-এ স্পেশালিস্ট ক্যাডার অফিসারদের নিয়োগে ক্লিক করুনএখন অনুরোধ করা সমস্ত তথ্য পূরণ করুনএরপর শংসাপত্র ব্যবহার করে লগইন করুনএর পরে নিয়োগের জন্য আবেদনপত্র পূরণ করুনআবেদন করার পরে, সমস্ত নথি আপলোড করুন এবং আবেদন ফি প্রদান করুনএরপর আবেদনপত্র ডাউনলোড করে সংরক্ষণ করুন। ভবিষ্যতে রেফারেন্সের জন্য এটির একটি ফটোকপি রাখুন।
About Author