শুধু এখানেই শেষ নয়, ইনিংসের শেষের দিকে ভুবনেশ্বর কুমার একটি বল আউটপিচ করেন বিরাট কোহলির জন্য। যেকোনো ব্যাটসম্যানের জন্য সেই বল খেলা একপ্রকার অসম্ভব হলেও কোহলি তাঁর ব্যাটের মুখ অতিরিক্ত কভারের দিকে রেখে একটি জোরালো শট মারেন। তা দেখে পিচে থাকা ফাফ ডু’প্লেসি বিস্ময় প্রকাশ করে বিরাট কোহলির দিকে এগিয়ে আসেন। কোহলির সেই দুর্দান্ত কভারড্রাইভের পরে ডু’প্লেসির অভিব্যক্তি প্রকাশের দৃশ্য ক্যামেরা বন্দী হতেই তা বর্তমানে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।No one can play coverdrive better than Virat Kohlipic.twitter.com/voHXKkL4Iv
— Kevin (@imkevin149) May 19, 2023
Virat Kohli: ছবির মত সুন্দর, ভুবনেশ্বরের বলে কোহলির কভার-ড্রাইভ দেখে মুগ্ধ প্রাক্তনীরা
পৃথিবীর অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি বিগত কয়েক বছর ধরে হতাশা জনক পারফরমেন্সের দ্বারা নিজের সমর্থকদের কাছে সমালোচিত হচ্ছিলেন। তবে বিগত বছরের সমাপ্তি লগ্ন থেকে ধারাবাহিক ছবিটা পরিবর্তন করতে শুরু…

আরও পড়ুন