নিউজরাজ্য

Rain alert: আবারো আজ ঝড়বৃষ্টির তাণ্ডব? দুপুরেই ঝেঁপে বৃষ্টি আসবে এই জেলায়, থাকুন সতর্ক

আজকে পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রবল

Advertisement
Advertisement

বাড়তে থাকা গরমের মধ্যেই আবারো বৃষ্টি। এবারে বৃষ্টির পূর্বাভাস কলকাতা এবং আশেপাশের এলাকায়। খুব শীঘ্রই এই সমস্ত এলাকায় ঝেঁপে বৃষ্টি আসতে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রিপোর্ট অনুযায়ী, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণবঙ্গের সব জেলায় গরম বাড়ছিল। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আজ অর্থাৎ শুক্রবার বিকেলের পরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা আছে। তার পাশাপাশি, বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর জেলায়।

Advertisement
Advertisement

এই জেলায় বৃষ্টির পাশাপাশি আজ ব্যাপক ঝড় হওয়ার সম্ভাবনা আছে। দীঘা ও তার সংলগ্ন এলাকায় শেষ ২৪ ঘণ্টার আবহাওয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দীঘার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। দুপুরের পরে ঝড়বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলিতে। শেষ ২৪ ঘন্টায় ৯ মিমি বৃষ্টি হয়েছে।

Advertisement

দীঘার মতোই পূর্ব মেদিনীপুরের অন্যান্য অংশে তাপমাত্রা কমেছে বৃষ্টির কারণে। আজকে তমলুক শহরের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এই শহরে শেষ ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১২ মিলিমিটার।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button