Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভারতে শীঘ্রই আসবে Hero Splendor এর ইলেকট্রিক সংস্করণ, দাম হবে ৭৫,০০০ টাকারও কম

Hero Splendor ভারতের সবথেকে জনপ্রিয় এবং সর্বাধিক বিক্রিত বাইক, যেটি তার পারফরমেন্সের জন্য মানুষের মধ্যে বেশ বিখ্যাত। পেট্রোল-ডিজেলের ক্রমবর্ধমান দামের পর স্প্লেন্ডারের দিকে মানুষের ঝোঁক বেড়েছে। এর সাথে যারা স্প্লেন্ডার…

Avatar

Hero Splendor ভারতের সবথেকে জনপ্রিয় এবং সর্বাধিক বিক্রিত বাইক, যেটি তার পারফরমেন্সের জন্য মানুষের মধ্যে বেশ বিখ্যাত। পেট্রোল-ডিজেলের ক্রমবর্ধমান দামের পর স্প্লেন্ডারের দিকে মানুষের ঝোঁক বেড়েছে। এর সাথে যারা স্প্লেন্ডার পছন্দ করেন তাদের জন্য আরেকটি সুখবর রয়েছে। আসলে কোম্পানি এখন ইলেকট্রিক সংস্করণে Hero Splendor লঞ্চ করতে চলেছে । শিগগিরই বাজারে দেখা যাবে হিরো স্প্লেন্ডার ইলেকট্রিক ।

কোম্পানির তরফে জানানো হয়েছে, Hero Splendor Electric সম্পূর্ণ চার্জে ২৫০ কিলোমিটার অবধি নির্বিঘ্নে চলবে । শুধু তাই নয়, এর চার্জিং করতেও অনেকটাই কম শক্তি খরচ করবে, কারণ এর প্রযুক্তি অত্যন্ত আশ্চর্যজনক। এমন পরিস্থিতিতে, কোম্পানির সবচেয়ে বেশি বিক্রি হওয়া বাইক স্প্লেন্ডারকে বৈদ্যুতিক অবতারে দেখার প্রত্যাশা বেড়েছে মানুষের।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আপনাকে জানিয়ে রাখি, এই সময়ে ভারতের বাজারে বৈদ্যুতিক গাড়ির চাহিদা অনেক বেড়েছে। বিশেষ করে টু-হুইলার সেগমেন্টে মানুষের আগ্রহ বেড়েছে। গ্রাহকদের এই আগ্রহের কথা মাথায় রেখেই যানবাহন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোও এই সেগমেন্টে তাদের উপস্থিতি নথিভুক্ত করতে চাইছে।

Hero MotoCorp, দেশের বৃহত্তম টু-হুইলার কোম্পানি, সম্প্রতি ঘোষণা করেছে যে এটি শীঘ্রই দেশীয় বাজারে Vida ব্র্যান্ডের অধীনে তাদের প্রথম বৈদ্যুতিক যান চালু করবে। তবে এই বাইকের বৈদ্যুতিক সংস্করণটি চালু করার বিষয়ে কোম্পানির তরফে এখনো কোনো বক্তব্য রাখা হয়নি।

About Author