Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জনপ্রিয়তার শীর্ষে Maruti Suzuki Fronx, বিক্রির নিরিখে পিছনে ফেলেছে Scorpio কেও, জানুন ফিচার ও দাম

বাজেট মূল্যের চার চাকার চাহিদা এখন তুঙ্গে দেশজুড়ে। তাই একাধিক কোম্পানি ভালো মাইলেজ এবং বাজেট মূল্যের গাড়ি বাজারে আনার চেষ্টা করছে। এই টার্গেটেড মার্কেটে এখন রাজ করছে মারুতি সুজুকি। টাটা…

Avatar

বাজেট মূল্যের চার চাকার চাহিদা এখন তুঙ্গে দেশজুড়ে। তাই একাধিক কোম্পানি ভালো মাইলেজ এবং বাজেট মূল্যের গাড়ি বাজারে আনার চেষ্টা করছে। এই টার্গেটেড মার্কেটে এখন রাজ করছে মারুতি সুজুকি। টাটা মোটরস, হুন্ডাই ও মাহিন্দ্রার মত ব্র্যান্ডকে পিছনে ফেলে দিয়ে এখন জনপ্রিয়তার শীর্ষে মারুতি সুজুকি। এই কোম্পানির বাজেট রেঞ্জে WagonR বা Alto এর জুড়ি মেলা ভার। তবে SUV সেগমেন্টে এই কোম্পানির নতুন গাড়ি Fronx অন্যমাত্রায় জনপ্রিয়তা পাচ্ছে।

মারুতি সুজুকি কোম্পানি গত ২৪ এপ্রিল, ২০২৩ সালে মারুতি সুজুকি Fronx লঞ্চ করেছিল। এর ফিচার ও পারফরম্যান্স দেখে ব্যাপক পছন্দ হয়েছে কমবয়সী গ্রাহকদের। লঞ্চের প্রথম মাসেই এই গাড়ি রেকর্ড পরিমাণ বিক্রি হয়েছে। এমনকি এই গাড়ির সেল জনপ্রিয় SUV মাহিন্দ্রা স্করপিওকেও টেক্কা দিয়েছে। এই গত এপ্রিল মাসে Fronx বিক্রি হয়েছে ৮,৭৮৪ ইউনিট। আপনাদের জানিয়ে রাখি, এই সংখ্যা স্করপিও এন এর সমান ও কিয়া সেলটোসের চেয়ে বেশি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই মারুতি সুজুকি Fronx সিগমা, ডেল্টা, ডেল্টা প্লাস, জেটা এবং আলফা ভেরিয়েন্টে উপলব্ধ করা হয়েছে। এছাড়া গাড়িটি দুটি ইঞ্জিন বিকল্পের সাথে অফার করা হয়েছে। একটি ১L টার্বো পেট্রোল ইঞ্জিন হালকা হাইব্রিড প্রযুক্তিসহ এবং একটি ১.২L ডুয়ালজেট পেট্রোল ইঞ্জিন যা Baleno থেকে নেওয়া হয়েছে। এই গাড়ির প্রথম ইঞ্জিনে ৬ স্পিড অটোমেটিক গিয়ারবক্স এবং ৫ স্পিড ম্যানুয়াল অপশন দেওয়া হয়েছে। অন্যদিকে, দ্বিতীয় ইঞ্জিনে ৫ স্পিড অটোমেটিক গিয়ারবক্সের অপশন দেওয়া হয়েছে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সাথে।

এই গাড়িতে ৯-ইঞ্চি ইনফোটেইনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস চার্জিং, ক্রুজ কন্ট্রোল, অ্যাপল কারপ্লে ক্লাইমেট কন্ট্রোলের মতো সুবিধা দেওয়া হয়েছে। এছাড়া এতে ৬ টি এয়ার ব্যাগ, হিল হোল্ড অ্যাসিস্ট, ৩৬০-ডিগ্রি ক্যামেরা, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রাম এবং ED এর পাশাপাশি ABS দেওয়া হয়েছে। এই গাড়ির দাম সম্পর্কে কথা বললে, কোম্পানি লঞ্চের সময় এর দাম ৭.৪৬ লক্ষ টাকা নির্ধারণ করেছিল। এর টপ ভেরিয়েন্টের দাম ১৩.১৪ লক্ষ টাকা পর্যন্ত (এক্স-শোরুম)।

About Author