Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

২১০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে মোকা, পশ্চিমবঙ্গের ১১ টি জেলায় রয়েছে অশনি সংকেত, সতর্কতা চরমে

ঘূর্ণিঝড় মোকার প্রভাব পড়তে চলেছে খুব শীঘ্রই। আজ দক্ষিণবঙ্গের চারটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই চারটি জেলার মধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর।…

Avatar

ঘূর্ণিঝড় মোকার প্রভাব পড়তে চলেছে খুব শীঘ্রই। আজ দক্ষিণবঙ্গের চারটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই চারটি জেলার মধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর। অন্য কোথাও বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। তবে আগামী কয়েক দিন আবহাওয়া বেশ শুষ্ক থাকতে পারে। উত্তরের পার্বত্য দুই জেলা ভিজতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যে।এই মুহূর্তে কলকাতা শহরে আগামী ২৪ ঘণ্টায় আকাশ মেঘলা থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৪ এবং ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আপেক্ষিক আদ্রতা ৫০ শতাংশ থেকে ৮৪ শতাংশ অবধি থাকতে পারে। কলকাতা শহরে অবশ্য বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই। তবে বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং নদীয়া জেলায়।অন্যদিকে তাপপ্রবাহ তৈরি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। একই সাথে আগামী তিন দিনে তাপমাত্রার পারদ মোটামুটি ৩ থেকে ৪° পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। দক্ষিণের মতো উত্তরে বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।বাংলায় আবহাওয়া কিছুটা ভালো থাকলেও সমস্যায় পড়বে বাংলাদেশ এবং মায়ানমার। এই দুই দেশ এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী ঘূর্ণিঝড়ের গতি ইতিমধ্যে ২১০ কিলোমিটার ছাড়িয়ে গিয়েছে। আর সেই জন্য আতঙ্কে রয়েছে বাংলাদেশ। সেই সাথেই উত্তর-পূর্বের কিছু রাজ্যে প্রভাব পড়বে। ঘূর্ণিঝড় মোকার প্রভাবে সেন্ট মার্টিন দ্বীপে ইতিমধ্যেই হাওয়ার গতিবেগ বৃদ্ধি পেতে শুরু করেছে। ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে সেখানে এবং বৃষ্টি বেড়েছে কক্সবাজার এলাকাতেও।
About Author