Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Subhashree-Raj: বিয়ের পাঁচবছর পর কেমন আছেন শুভশ্রী! সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে জানালেন নিজেই

টলিপাড়ায় রাজ-শুভশ্রীর রসায়ন শুরু থেকেই মিডিয়ার পাতায় চর্চিত। প্রায়ই একে অপরের প্রতি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ভালোবাসা জাহির করেন তারা। সম্প্রতি যার আরো এক ঝলক মিলেছে। আপাতত, শুভশ্রী গাঙ্গুলীর শেয়ার…

Avatar

টলিপাড়ায় রাজ-শুভশ্রীর রসায়ন শুরু থেকেই মিডিয়ার পাতায় চর্চিত। প্রায়ই একে অপরের প্রতি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ভালোবাসা জাহির করেন তারা। সম্প্রতি যার আরো এক ঝলক মিলেছে। আপাতত, শুভশ্রী গাঙ্গুলীর শেয়ার করে নেওয়া সাম্প্রতিক একটি ঝলককে কেন্দ্র করেই একাংশের মাঝে চর্চায় রয়েছেন তারা।

রাজ-শুভশ্রীর বিবাহিত জীবন পাঁচবছরে পা দিল। সেই উপলক্ষেই অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় রাজের সাথে একটি আদুরে ছবি শেয়ার করে নিয়েই চর্চিত হচ্ছেন। জানিয়েছেন, বিয়ের পাঁচবছর পরে কেমন আছেন তারা!

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অভিনেত্রীর সাম্প্রতিক শেয়ার করে নেওয়া ছবিতে পরিচালক-সাংসদ রাজ চক্রবর্তীর কাঁধে মাথা রেখেই দেখা মিলেছে শুভশ্রীর। ছবিতে দুজনেই সাদা পোশাক পরিহিত অবস্থায় ছিলেন। এই ঝলক যে তাদের ব্যক্তিগত সময় কাটানোর মুহূর্তে তোলা, তা দেখেই স্পষ্ট হয়েছে অধিকাংশের কাছে।

এদিন এই ঝলক শেয়ার করে নিয়েই অভিনেত্রী লিখেছিলেন, তিনি যখন পিছনের দিকে তাকিয়ে নিজেদের গল্পটির দেখেন, তিনি বুঝতে পারেন এর আগে এত খুশি তিনি কখনো থাকেননি। আর যার সব কৃতিত্বই দিয়েছেন স্বামী রাজকে। শেষে রাজকে পঞ্চম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে, তার প্রতি নিজের ভালবাসার কথা জাহিরও করেছেন অভিনেত্রী।

কাজের কথা বলতে গেলে বেশ কয়েকদিন আগেই শুভশ্রী অভিনীত ‘ইন্দুবালা ভাতের হোটেল’ মুক্তি পেয়েছে। ‘হইচই’এর এই ওয়েব সিরিজের সূত্র ধরেই ওয়েব প্ল্যাটফর্মে পা রাখলেন অভিনেত্রী। এই সিরিজে একটু অন্যধরনের চরিত্রেই দেখা মিলেছিল তার। শুরুতে যুবতী বয়সের ঝলক থাকলেও বাকি সিরিজের দৃশ্যে একেবারে বয়স্ক ভদ্রমহিলার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তার লুক থেকে অভিনয় সবটাই নজর কেড়েছে সকলের, কুড়িয়েছে প্রশংসাও। পাশাপাশি রাজ ব্যস্ত রয়েছেন ‘প্রলয়’ নিয়ে। এই ছবির শুটিংয়ের একাধিক ঝলকও ইতিমধ্যেই দেখে ফেলেছেন নেটজনতার অধিকাংশ। তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই সেই ঝলক নজরে আসবে।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, তাকে বাণিজ্যিক ছবি ছাড়া অন্য কোনো ছবিতে কাস্ট করার কথা কেউ ভাবছিলেনই না। আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ চক্রবর্তীর ‘পরিণীতা’ একেবারে ভিন্নরূপে সামনে এনেছিল শুভশ্রীকে, যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল গোটা দর্শকমহলে।

শুরুর দিকে নিজেদের সম্পর্কের কথা গোপন রাখলেও খুব বেশিদিন তা বজায় থাকেনি। পরে সেই সম্পর্কই বিয়ে পর্যন্ত গড়ায়। আজ তাদের সেই বিবাহিত সম্পর্কই পাঁচে পা দিল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বলাই বাহুল্য, অনস্ক্রিন হোক কিংবা অফস্ক্রিন দুই জায়গাতেই হিট রাজ-শুভশ্রী জুটি। তবে এখন জনপ্রিয়তা ও চর্চার দিক দিয়ে তাদেরকেও টেক্কা দিচ্ছে ছেলে ইউভান।

About Author