এদিন হায়দ্রাবাদের বিপক্ষে দিল্লির ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন উর্বশী রাওতেলা। ঋষভ পন্থ না থাকায় দলের অলরাউন্ডার অক্ষর প্যাটেলের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিলেন এক ক্রিকেট ভক্ত। যথারীতি তিনি অক্ষর প্যাটেলের উদ্দেশ্যে ঊর্বশীর নাম ধরে ডাকতে শুরু করেন। পাশাপাশি ওই দর্শককে বলতে শোনা যায়,”ঋষভ পন্থ আমরা তোমার সঙ্গে আছি, ঊর্বশী নাটোলাকে ছাড়বো না আমরা।’ ওই দর্শকের এমন মন্তব্য রীতিমত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিকে দর্শকের গলায় নিজের পদবীর ভুল উচ্চারণ দেখে রেগে লাল হয়েছেন বলিউড অভিনেত্রী ঊর্বশী।Urvashi Nutela 🫠#ipl2023 #AxarPatel #GTvsMI #MumbaiIndians pic.twitter.com/LeGG1MFzAU
— Tanay (@tanay_chawda1) April 25, 2023
IPL 2023: ঋষভ বিহীন আইপিএলে রেগে লাল উর্বশী, কি ঘটল ভরা মঞ্চে? রইল ভিডিও
চলতি আইপিএলে ইতিমধ্যে অর্ধেকের বেশি ম্যাচ খেলে ফেলেছে প্রত্যেকটি দল। ফলে প্লে-অফের চিত্রটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠতে শুরু করেছে। ইতিমধ্যে প্রথম দল হিসেবে চলতি আইপিএলে প্লে-অফের লড়াই থেকে ছিটকে…

আরও পড়ুন